মুখ রাখা
মুখ রাখা (সম্মান রাখা) = সোহেল এবার এইচএসসি পরীক্ষায় পাস করে বাপের মুখ রেখেছে।
একদশে বৃহস্পতি
একদশে বৃহস্পতি (মহাসৌভাগা) = ব্যবসায় লাভ, ছেলের বিদেশ যাত্রা, এ বছর চৌধুরীর একাদশে বৃহস্পতি।
টনক নড়া
টনক নড়া (সজাগ হওয়া) = পরীক্ষার বিজ্ঞপ্তি দেখে বাপ্পি টনক নড়ল।
মাছের মা
মাছের মা (নির্মম, নিষ্ঠুর) = ময়না তার শ্বাশুড়ির সাথে মাছের মায়ের মত আচরণ করল।
নয় ছয়
নয় ছয় (অপরায়) = অযোগ্য লোকের হাতে পড়ে ব্যবসার টাকা নয় ছয় দ্বারা এ কাজ হবে না।
হাজির নাই
হাজির নাই = গরহাজির।
পাখির ডাক
পাখির ডাক = কূজন।
পরিমিত ব্যয় করেন যিনি
পরিমিত ব্যয় করেন যিনি= মিতব্যয়ী।
যার অন্য কোথায় উপায় নেই
যার অন্য কোথায় উপায় নেই = অনন্যোপায়।
উপকারীর অপকার করে যে
উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন।
উগ্র
উগ্র = সৌম্য
উত্তীর্ণ
উত্তীর্ণ = অনুত্তীর্ণ
অলীক
অলীক = বাস্তব
পুষ্ট
পুষ্ট = ক্ষীণ
অধম
অধম = উত্তম।
পুরষ্কার
পুরষ্কার = পুরস্কার
আসাড়
আসাড় = আষাঢ়।
উপকারীতা
উপকারীতা = উপকারিতা
মহিয়ষি
মহিয়ষি = মহীয়সী
গনপুত
গনপুত = গণপূর্ত