কোভিড-১৯ মহামারি
করোনা ভাইরাস অনেকগুলি ভাইরাসের একটি বড় পরিবার যা জীব জয় বা মানুষের অসুখের কারণ হতে পারে। বেশ কয়েকটি করোনভাইরাস মিলে মানুষের মধ্যে সাধারণ ঠাণ্ডা লাগা থেকে শুরু করে মিডিল ইষ্ট রেসপিরেটরি সিন্ড্রোম (এমইআরএস) এবং সিভিয়ার একিউট রেস্পিরেটরি সিক্সোম (এসএআরএস) এর মতো মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে বলে জানা যায়। কোভিজ্ঞ-১৯ হল নতুন খুঁজে পাওয়া করোনাভাইরাস থেকে ছড়ানো একটি সংক্রামক রোগ। এই নতুন ভাইরাস এবং রোগটি ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে মহামারি হওয়ার আগে বিশ্বের কাছে অজানা ছিল।
অগ্র
অগ্র = পশ্চাৎ
খুঁত
খুঁত = নিখুঁত ।
উপশম
উপশম = বৃদ্ধি।
সুরভি
সুরভি = পুতি
মুখ্য
মুখ্য = গৌণ
সংহত
সংহত = বিভক্ত ।
আঠারো মাসে বছর
আঠারো মাসে বছর (দীর্ঘসূত্রতা) = তোমার তো আঠার মাসে বছর, কোনো কাজই তাড়াতাড়ি করতে পারে না।
উড়ো কথা
উড়ো কথা (গুজব) = উড়ো কথায় কান দিতে নেই।
কুয়োর ব্যাঙ
কুয়োর ব্যাঙ (আলসে) = এভাবে কুয়োর ব্যাঙ হয়ে থাকলে জগতের কোনো খবরই পাবে না।
বর্ণচোরা
বর্ণচোরা (কপট ব্যক্তি) = লোকটা বর্ণচোরা, তার আসল রূপ ধরা যায় না।
ভুঁইফোড়
ভুইফোঁড় (নতুন আগমন) = ভুঁইফোঁড়দের আগমনে পুরাতনদের কদর কমে যায়।
তীর্থের কাক
তীর্থের কাক (প্রতীক্ষারত) = মঙ্গার সময় সাহায্যের আশায় তীর্থের কাক হয়ে বসে থাকা অনেক ক্ষুধার্ত।
রান্না
রান্না = রাঁধ + না।
উল্লাস
উল্লাস = উৎ + লাস ।
গবেষণা
গবেষণা = গো + এষণা।
ষষ্ঠ
ষষ্ঠ = ষষ + থ্
পুনর্মিলন
পুনর্মিলন = পুনঃ + মিলন।
বনৌষধি
বনৌষধি = বন + ওষধি।
যা সহজে অতিক্রম করা যায় না
যা সহজে অতিক্রম করা যায় না = দুরতিক্রম্য।
জয় করার ইচ্ছা
জয় করার ইচ্ছা = জিগীষা।
আপনাকে যে পন্ডিত মনে করে
আপনাকে যে পণ্ডিত মনে করে = পণ্ডিতম্মন্য।
যা কখনো নষ্ট হয় না
যা কখনো নষ্ট হয় না = অবিনশ্বর।
পান করার ইচ্ছা
পান করার ইচ্ছা = পিপাসা।
যে নারীর কোনো সন্তান হয় না
যে নারীর কোনো সন্তান হয় না = বন্ধ্যা।