সবুজ বিপ্লব

সবুজ বিপ্লব বিংশ শতাব্দীর শেষার্ধে উচ্চ ফলনশীল বীজ, সার এবং সেচের পানি ব্যবহারের মাধ্যমে গম, ধান, ভুট্টা প্রভৃতির উৎপাদনে পৃথিবীর বিভিন্ন দেশে অতি দ্রুত যে বিরাট সাফল্য অর্জিত হয়েছে তাকে 'সবুজ বিপ্লব' হিসেবে আখ্যায়িত করা হয়। এখানে বিপ্লব শব্দটি ব্যবহার করা হয়েছে দ্রুত পরিবর্তন অর্থে। এ পরিবর্তন এসেছে প্রচলিত পদ্ধতির চাষাবাদ থেকে অধিক উৎপাদনক্ষম নতুন প্রযুক্তির চাষাবাদে রূপান্তরের মাধ্যমে। এই পরিবর্তন সাধিত হয়েছে নিরবে-নিভৃতে, বিশ্বের অসংখ্য মানুষের ক্ষুধা নিবারণের জন্যে। বাংলাদেশে সবুজ বিপ্লবের সূচনা হয়েছে ষাট-এর দশকে। তবে এর ব্যাপকতা এসেছে অনেক বিলম্বে, স্বাধীনতার পরে। ১৯৭২ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে ৭ কোটি, বর্তমানে ২০২১ সালে তা বৃদ্ধি পেয়ে প্রায় ১৭ কোটিতে দাঁড়িয়েছে। এ সময়ের ব্যবধানে খাদ্য শস্যের উৎপাদন ১০ মিলিয়ন টন থেকে বৃদ্ধি পেয়ে প্রায় ৩৭ মিলিয়ন টনে পৌঁছেছে। তা কেবল সম্ভব হয়েছে সবুজ বিপ্লবের কারণে। উপরোক্ত তথ্য থেকে দেখা যায় যে, গত প্রায় ৪ দশকে দেশের খাদ্যোৎপাদন প্রায় ৩ গুণের অধিক বৃদ্ধি পেয়েছে, ফলে বাংলাদেশ খাদ্যে স্বয়ম্ভবরতার দ্বারপ্রান্তে এসে পৌছেছে। এভাবে বাংলাদেশ তথা সারা বিশ্বকে ক্ষুধার হাত থেকে মুক্তি দিয়েছে সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব আরম্ভের প্রাক্কালে বাংলাদেশের কৃষক কদাচিৎ উন্নতমানের সার, কীটনাশক এবং আধুনিক সেচযন্ত্র ব্যবহার করত। অধিকাংশ কৃষক হাজার বছরের পুরানো চিরায়ত পদ্ধতির মাধ্যমে চাষাবাদ করত। সত্তরের দশকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন বাঁধ নির্মাণ সেচ সুবিধা ও পানি নিষ্কাষণ পদ্ধতি প্রভৃতি প্রবর্তন করে। অতঃপর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক আন্তর্জাতিক ভুট্টা ও গম গবেষণা ইনস্টিটিউট, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উন্নত জাতের গম ও ধানের বীজ, রাসায়নিক সার, কীটনাশক ও সেচ সুবিধা কৃষকদের মাঝে সম্প্রসারণের মাধ্যমে এদেশে সবুজ বিপ্লবের সূচনা হয়। বর্তমানে ধান, গম ও ভুট্টাসহ অন্যান্য শস্যের উৎপাদনে নতুন প্রযুক্তি উদ্ভাবনে ও ধারণে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়েছে।

সবুজ বিপ্লবের সুফলঃ

১. ফসলের উৎপাদন বৃদ্ধিঃ রাসায়নিক সার, কীটনাশক, উচ্চফলনশীল বীজ প্রভৃতি ব্যবহারে ফসলের উৎপাদন অদ্ভূতপূর্ব বৃদ্ধি পায়। 

২. কৃষকদের আর্থিক অবস্থার উন্নতিঃ প্রচুর পরিমান ফসল উদবৃত্ত হওয়ায় তা বাজারে বিক্রি করে কৃষকদের আয় হয়, যা তাদের আর্থিক অবস্থার উন্নতিতে সাহায্য করে। 

৩. বহু ফসলি কৃষি ব্যবস্থার প্রচলন আগে মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর করে ফসল ফলাতে হত বলে বছরে একবার বীনার ফসল উৎপাদন হত। কিন্তু সবুজ বিপ্লবে জলসেচ ব্যবস্থার বিকাশ ঘটায়, সেই জমিতে বছরে দুই থেকে তিনবার ফসল উৎপাদন করা হচ্ছে। ফলে স্বভাবতই ফসলের উৎপাদন অনেকটা বৃদ্ধি পাচ্ছে। 

৪. মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীলতা হ্রাসঃ নদী থেকে অসংখ্য খাল কেটে জলসেচ ব্যবস্থার বিকাশ ঘটানো হয়। ফলে জমিতে সময় মতো প্রয়োজন অনুসারে জল সরবরাহ করা সম্ভব হয় । মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর করতে হয় না। 

৫. অনাহারের পরিমান হ্রাসঃ সবুজ বিপ্লবের পূর্বে বাংলাদেশের বহু মানুষকে খাদ্যের অভাবে অনাহারে থাকতে হত। সবুজ বিপ্লবের ফলে ফসলের উৎপাদন অনেক বেড়ে যায়, যার দ্বারা দেশের প্রায় সকল মানুষকে খাবার পৌঁছে দেওয়া সম্ভব হয়। 
৬. দেশের আর্থিক উপার্জন বৃদ্ধিঃ উদ্বৃত্ত ফসল বিদেশে রপ্তানি করে বাংলাদেশ সরকার প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে, যা দেশের আর্থিক অবস্থার উন্নতিতে সাহায্য করে।

বিপরীত শব্দ লিখুন;
2.

উদার

Created: 3 months ago | Updated: 20 hours ago

উদার = সংকীর্ণ। 

বিপরীত শব্দ লিখুন;
3.

খাতক

Created: 3 months ago | Updated: 20 hours ago

খাতক = মহাজন। 

বিপরীত শব্দ লিখুন;
4.

গৃহী

Created: 3 months ago | Updated: 1 day ago

গৃহী = সন্ন্যাসী।

বিপরীত শব্দ লিখুন;
5.

চিরায়ত

Created: 3 months ago | Updated: 19 hours ago

চিরায়ত = সাময়িক

বিপরীত শব্দ লিখুন;
6.

সংকীর্ণ

Created: 3 months ago | Updated: 19 hours ago

সংকীর্ণ = প্রশস্ত ।

অর্থসহ বাক্য গঠন করুন:
7.

ঊনপঞ্চাশ বায়ু

Created: 3 months ago | Updated: 19 hours ago

ঊনপঞ্চাশ বায়ু (পাগলামি): পরীক্ষা ঘনিয়ে আসছে, আর তার মাথায় ঊনপঞ্চাশ বায়ু দেখা দিয়েছে।

অর্থসহ বাক্য গঠন করুন:
8.

কাকনিদ্রা

Created: 3 months ago | Updated: 19 hours ago

কাকনিদ্রা (অগভীর নিদ্রা): পরীক্ষার বাকী তো এক মাস, কাকনিদ্রা ভেঙ্গে লেখা-পড়ায় মন দাও।

অর্থসহ বাক্য গঠন করুন:
9.

ঘটিরাম

Created: 3 months ago | Updated: 19 hours ago

ঘটিরাম (অপদার্থ): তোমার মত ঘটিরাম ছেলেকে দিয়ে এ কাজ হবে না।

অর্থসহ বাক্য গঠন করুন:
10.

পায়াভারী

Created: 3 months ago | Updated: 19 hours ago

পায়াভারী (অহংকার): ভালো চাকরী পেয়ে ছেলেটির খুব পায়াভারী হয়েছে।

অর্থসহ বাক্য গঠন করুন:
11.

মাছের মা

Created: 3 months ago | Updated: 19 hours ago

মাছের মা (নিষ্ঠুর): তার মধ্যে কোনো মমতা নেই, যেন সে মাছের মা।

সন্ধি বিচ্ছেদ করুন:
12.

নাতবৌ

Created: 3 months ago | Updated: 19 hours ago

নাতবৌ = নাতি + বউ।

সন্ধি বিচ্ছেদ করুন:
13.

সদৈব

Created: 3 months ago | Updated: 19 hours ago

সদৈব = সদা + এর 

সন্ধি বিচ্ছেদ করুন:
14.

পবিত্র

Created: 3 months ago | Updated: 19 hours ago

পবিত্র = পো + ইত্র

সন্ধি বিচ্ছেদ করুন:
15.

পরিচ্ছদ

Created: 3 months ago | Updated: 19 hours ago

পরিচ্ছদ = পরি + ছদ।

সন্ধি বিচ্ছেদ করুন:
16.

ষ্ষ্ঠ

Created: 3 months ago | Updated: 19 hours ago

ষষ্ঠ = ষষ্ + থ 

এক কথায় প্রকাশ করুন:
17.

ঈষৎ আমিষ

Created: 3 months ago | Updated: 19 hours ago

ঈষৎ আমিষ (আঁষ) গন্ধ যার = আষটে ।

এক কথায় প্রকাশ করুন:
18.

যে ক্রমাগত রোদন করছে

Created: 3 months ago | Updated: 19 hours ago

যে ক্রমাগত রোদন করছে = রোরুদ্যমান।

এক কথায় প্রকাশ করুন:
19.

শুভ ক্ষণে জন্ম যার

Created: 3 months ago | Updated: 20 hours ago

শুভ ক্ষণে জন্ম যার = ক্ষণজন্মা। 

এক কথায় প্রকাশ করুন:
20.

যা ক্রমশ বর্ধিত হচ্ছে

Created: 3 months ago | Updated: 15 hours ago

যা ক্রমশ বর্ধিত হচ্ছে = বর্ধিষ্ণু।  

এক কথায় প্রকাশ করুন:
21.

যার অন্য কোনো উপায় নাই

Created: 3 months ago | Updated: 19 hours ago

যার অন্য উপায় নেই = অনন্যোপায়।

Related Sub Categories