বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট || অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (10-12-2021) || 2021

All

সন্ধি বিচ্ছেদ করুন:
1.

যাচঞা

Created: 6 months ago | Updated: 3 weeks ago

যাচঞা = যাচ + না।

সন্ধি বিচ্ছেদ করুন:
2.

উচ্ছ্বাস

Created: 6 months ago | Updated: 8 hours ago

উচ্ছ্বাস = উৎ + শ্বাস

সন্ধি বিচ্ছেদ করুন:
3.

মহৌষধি

Created: 6 months ago | Updated: 23 hours ago

মহৌষধি = মহা + ওষধি।

সন্ধি বিচ্ছেদ করুন:
4.

মনস্তাপ

Created: 6 months ago | Updated: 1 day ago

মনস্তাপ = মনঃ + তাপ ।

চন্দ্র শব্দের চারটি প্রতিশব্দ হলো-  শশী, শশাঙ্ক, চাঁদ এবং সুধাংশু।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
6.

আপন পাঠে মান দাও

Created: 6 months ago | Updated: 6 hours ago

আপন পাঠে মন দাও = কর্মকারকে ৭মী বিভক্তি ।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
7.

গুরুজনে কর নতি

Created: 6 months ago | Updated: 3 weeks ago

গুরুজনে কর নতি = সম্প্রদানে ৭মী বিভক্তি ।

কর্মধারয় সমাসের বৈশিষ্ট্যঃ

  • কর্মধারয় সমাসে সাধারণত বিশেষ পদটি আগে বসে। 
  • ব্যাসবাক্যে সাধারণত যে/ যা/ যিনি অথবা ন্যায়/ মত/ রূপ ইত্যাদি থাকে ।
  • সমস্তপদ দ্বারা সাধারণত কোনো গুণ বোঝায় ৷

নিচের প্রবাদ প্রবচনের অর্থপূর্ণ বাক্য লিখুন।
9.

হরি ঘোষের গোয়াল

Created: 6 months ago | Updated: 2 weeks ago

হরি ঘোষের গোয়াল = অনেক লোকের কোলাহল।

নিচের প্রবাদ প্রবচনের অর্থপূর্ণ বাক্য লিখুন।
10.

থোর বড়ি খঁড়া খাঁড়া বাঢ়ি থোর

Created: 6 months ago | Updated: 3 weeks ago

থোর বড়ি খঁড়া, খাঁড়া বাঢ়ি থোর = বৈচিত্রহীন।

বানান শুদ্ধ করে লিখুন:
11.

শারিরীক

Created: 6 months ago | Updated: 1 day ago

শারিরীক = শারীরিক 

বানান শুদ্ধ করে লিখুন:
12.

মনীসা

Created: 6 months ago | Updated: 3 weeks ago

মনীসা = মনীষা ।

বানান শুদ্ধ করে লিখুন:
13.

নিশিথ

Created: 6 months ago | Updated: 3 weeks ago

নিশিথ = নিশীথ ।

বানান শুদ্ধ করে লিখুন:
14.

গিতাঞ্জলি

Created: 6 months ago | Updated: 1 week ago

গিতাঞ্জলি = গীতাঞ্জলি ।

এক কথায় প্রকাশ করুন:
15.

যা লাফিয়ে চলে

Created: 6 months ago | Updated: 1 day ago

যা লাফিয়ে চলে = প্লবগ।

এক কথায় প্রকাশ করুন:
16.

পতি পুত্রহীনা নারী

Created: 6 months ago | Updated: 1 day ago

পতি পুত্রহীনা নারী = অবীরা।

Created: 6 months ago | Updated: 3 weeks ago

যে ব্যক্তি অন্যের রচনা ভাব বা ভাষা নিজের নামে চালায় = কুম্ভিলক ।

এক কথায় প্রকাশ করুন:
18.

ভেদ করা দুঃসাধ্য যা

Created: 6 months ago | Updated: 1 day ago

ভেদ করা দুঃসাধ্য যা = দুর্ভেদ্য।

শামসুর রাহমানের ‘বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থটি মুক্তিযুদ্ধকালে রচিত । ‘বন্দী শিবির থেকে' এই কাব্যগ্রন্থের মূল বিষয় হলো স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা।

শহীদ জননী জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক গ্রন্থের নাম একাত্তরের দিনগুলি'। এটি ১৯৮৬ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়

‘বাঁধনহারা’ (১৯২৭) এবং ‘মৃত্যুক্ষুধা' (১৯৩০) হলো কাজী নজরুল ইসলামের উপন্যাস।

Related Sub Categories