পদের প্রকারভেদঃ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া ।
বিশেষ্য পদঃ বাক্যমধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে। বিশেষণ পদঃ যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষণ পদ বলে। সর্বনাম পদঃ বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয়, তাকে সর্বনাম পদ বলে । অব্যয় পদঃ যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। ক্রিয়া পদঃ বাক্যের অন্তর্গত যে পদ দ্বারা কোনো পুরুষ কর্তৃক নির্দিষ্ট কালে কোনো কার্যের সংঘটন বোঝায় তাকে ক্রিয়াপদ বলে ৷
আশ্চর্য
আশ্চর্য = আ + চর্য।
ইত্যাদি
ইত্যাদি = ইতি + আদি ।
শুভেচ্ছা
শুভেচ্ছা = শুভ + ইচ্ছা
প্রত্যুষ
প্রত্যুষ = প্ৰতি + ঊষ ।
অত্যন্ত
অত্যন্ত = অতি + অন্ত ।
'কবর' কবিতাটির রচয়িতা কে?
'কবর' কবিতাটির রচয়িতা জসীম উদদীন আর 'কবর' নাটকের রচয়িতা হলেন মুনীর চৌধুরী।
আমাদের জাতীয় করিব নাম কি?
আমাদের জাতীয় কবি হলো কাজী নজরুল ইসলাম।
বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?
বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
‘কোথাও কেউ নেই’ নাটকের রচয়িতা কে?
'কোথাও কেউ নেই' নাটকের রচয়িতা হুমায়ূন আহমেদ ।
'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতাটি শামসুর রাহমান এর লেখা।