ট্যাকসেস আপীলা ট্রাইবুনাল-২০২১ || অফিস সহায়ক (01-01-2022) || 2022

All

পদের প্রকারভেদঃ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া ।

বিশেষ্য পদঃ বাক্যমধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে। বিশেষণ পদঃ যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষণ পদ বলে। সর্বনাম পদঃ বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয়, তাকে সর্বনাম পদ বলে । অব্যয় পদঃ যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। ক্রিয়া পদঃ বাক্যের অন্তর্গত যে পদ দ্বারা কোনো পুরুষ কর্তৃক নির্দিষ্ট কালে কোনো কার্যের সংঘটন বোঝায় তাকে ক্রিয়াপদ বলে ৷

সন্ধি বিচ্ছেদ করুন:
3.

আশ্চর্য

Created: 3 months ago | Updated: 3 days ago

আশ্চর্য = আ + চর্য।

সন্ধি বিচ্ছেদ করুন:
4.

ইত্যাদি

Created: 3 months ago | Updated: 3 days ago

ইত্যাদি = ইতি + আদি ।

সন্ধি বিচ্ছেদ করুন:
5.

শুভেচ্ছা

Created: 3 months ago | Updated: 4 days ago

শুভেচ্ছা = শুভ + ইচ্ছা 

সন্ধি বিচ্ছেদ করুন:
6.

প্রত্যুষ

Created: 3 months ago | Updated: 4 days ago

প্রত্যুষ = প্ৰতি + ঊষ ।

সন্ধি বিচ্ছেদ করুন:
7.

অত্যন্ত

Created: 3 months ago | Updated: 3 days ago

অত্যন্ত = অতি + অন্ত ।

Created: 3 months ago | Updated: 1 day ago

'কবর' কবিতাটির রচয়িতা জসীম উদদীন আর 'কবর' নাটকের রচয়িতা হলেন মুনীর চৌধুরী।

Created: 3 months ago | Updated: 4 days ago

আমাদের জাতীয় কবি হলো কাজী নজরুল ইসলাম।

Created: 3 months ago | Updated: 3 days ago

বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।

Created: 3 months ago | Updated: 4 days ago

'কোথাও কেউ নেই' নাটকের রচয়িতা হুমায়ূন আহমেদ ।

'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতাটি শামসুর রাহমান এর লেখা।

Related Sub Categories