বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় || অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (08-01-2022) || 2022

All

‘চতুর্থ শিল্প বিপ্লব' 

বর্তমান বিশ্বের বহুল আলোচিত বিষয়ের মধ্যে চতুর্থ শিল্পবিপ্লব অন্যতম একটি বিষয়। 'চতুর্থ শিল্প বিপ্লব হলো আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণের একটি চলমান প্রক্রিয়া।' আজকের যুগের ডিজিটাল বিপ্লব, যাকে চতুর্থ শিল্প বিপ্লব হিসেবে গণ্য করা হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লব শব্দটির উৎপত্তি ২০১১ সালে, জার্মান সরকারের একটি হাই টেক প্রকল্প থেকে। একে সর্বপ্রথম বৃহৎ পরিসরে তুলে নিয়ে আসেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ক্লস শোয়াব ।

সন্ধি বিচ্ছেদ করুন:
2.

উচ্ছ্বাস

Created: 3 months ago | Updated: 3 days ago

উচ্ছ্বাস = উৎ + শ্বাস ।

সন্ধি বিচ্ছেদ করুন:
3.

উত্তম

Created: 3 months ago | Updated: 9 hours ago

উত্তম = উদ্ + তম ।

সন্ধি বিচ্ছেদ করুন:
4.

ন্যায়

Created: 3 months ago | Updated: 9 hours ago

ন্যায় = নি + আয় ।

সন্ধি বিচ্ছেদ করুন:
5.

যজ্ঞ

Created: 3 months ago | Updated: 9 hours ago

যজ্ঞ = যজ্ + ন ।

সন্ধি বিচ্ছেদ করুন:
6.

বনস্পতি

Created: 3 months ago | Updated: 9 hours ago

বনস্পতি = বন্ + পতি

রচয়িতার নাম লিখুন:
7.

চিলেকোঠার সেপাই

Created: 3 months ago | Updated: 9 hours ago

চিলেকোঠার সেপাই = আখতারুজ্জামান ইলিয়াস 

রচয়িতার নাম লিখুন:
8.

শবনম

Created: 3 months ago | Updated: 9 hours ago

শবনম = সৈয়দ মুজতবা আলী ।

রচয়িতার নাম লিখুন:
9.

কৃষ্ণ কুমারী

Created: 3 months ago | Updated: 5 days ago

কৃষ্ণ কুমারী = মাইকেল মধুসূদন দত্ত

রচয়িতার নাম লিখুন:
10.

লালসালু

Created: 3 months ago | Updated: 5 days ago

লালসালু – সৈয়দ ওয়ালীউল্লাহ 

রচয়িতার নাম লিখুন:
11.

পল্লী সমাজ

Created: 3 months ago | Updated: 5 days ago

পল্লী সমাজ = শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।

অর্থসহ বাক্য রচনা করুন:
12.

অক্ষয় বট

Created: 3 months ago | Updated: 5 days ago

অক্ষয় বট (প্রাচীন ব্যক্তি): সমাজে এখনো অক্ষয় বটদেরই মূল্য বেশী ।

অর্থসহ বাক্য রচনা করুন:
13.

অন্ধিসন্ধি

Created: 3 months ago | Updated: 5 days ago

অন্ধিসন্ধি (ফাঁকফোকর): এই ব্যবসার অন্ধিসন্ধি কেবল তারই জানা আছে।

অর্থসহ বাক্য রচনা করুন:
14.

টেঁকে গোঁজা

Created: 3 months ago | Updated: 3 days ago

ঢেঁকে গোঁজা (আত্মসাৎ করা): আমার পাঁচশ টাকা অমন নির্বিকারভাবে টেঁকে গুঁজে নিলে?

অর্থসহ বাক্য রচনা করুন:
15.

ডাকবুকো

Created: 3 months ago | Updated: 5 days ago

ডাকাবুকো (নির্ভীক): এমন ডাকাবুকো লোক বলেই কাজটি হয়েছে।

অর্থসহ বাক্য রচনা করুন:
16.

ঘটিরাম

Created: 3 months ago | Updated: 5 days ago

ঘটিরাম (অপদার্থ): গণেশ পড়াশুনা, খেলাধুলা কোনটাতেই ভালো নয়। সে যেনো একটি ঘটিরাম ।

Related Sub Categories