সিংহাসন
সিংহাসন = সিংহ+আসন
নিস্কর
নিস্কর = নি:+কর
সন্ধি
সন্ধি = সম্ + ধি।
কৃষ্টি
কৃষ্টি = কৃষ+তি
শিরচ্ছেদ
শিরচ্ছেদ = শির:+ছেদ
সৌম্য
সৌম্য = উগ্র ।
দুর্জন
দুর্জন = সজ্জন ।
উৎকর্ষ
উৎকর্ষ = অপকর্ষ ।
সুশীল
সুশীল = দুঃশীল ।
ঐক্য
ঐক্য = অনৈক্য, বিভেদ।
সমুদ্র
সমুদ্র এর সমার্থক শব্দ হলো নদীকান্ত, রত্নাকার, পাথার, পয়োধি, উদধি, অর্ণব, জলধী, জলনিধি, পারাবার, বারিধি, রত্নাকর, সাগর, সিন্ধু।
রাত
রাত এর সমার্থক শব্দ হলো শর্বরী, ত্রিযামা, যামিনী, রজনী, বিভাবরী, নিশীথিনী, নিশা ।
অরণ্য
অরণ্য এর সমার্থক শব্দ হলো বিপিন, কান্তার, বিজন, গহন, অটবী, জঙ্গল, বন, কানন ।
পৃথিবী
পৃথিবী এর সমার্থক শব্দ হলো ভূ, অবনী, বসুমতি, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, মেদিনী, বসুধা, মহী, উর্বী, পৃথ্বী, ভুবন, জগৎ, অদিতি, ক্ষিতি।
সূর্য
সূর্য এর সমার্থক শব্দ হলো আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, রবি, সবিতা, আদিত্য, অর্ক,কিরণমালী, বিভাকর, বিভাবসু, বিবস্বান।
কৃষিপ্রধান বাংলাদেশে কৃষিসংশ্লিষ্ট অনেক উৎসব রয়েছে। নবান্ন উৎসব এর মধ্যে অন্যতম। বাংলাদেশের অধিকাংশ জনগণই কৃষিজীবী । কঠিন মাটিকে তারা তাদের শ্রম ও শক্তির দ্বারা নমনীয় করে সেখানে প্রাণের জোয়ার সৃষ্টি করে । রোদ- বৃষ্টি মাথায় নিয়ে অসম্ভব খাটুনির পর খেতের সোনালি ফসল যখন তারা ঘরে তুলতে পারে তখন তাদের প্রাণেও আনন্দের বান ডেকে যায় । নবান্ন উৎসব এই আনন্দমুখর প্রাণেরই উৎসব। হেমন্তের শুরু থেকেই সারা বাংলার ঘরে ঘরে ফসল তোলার ধুম পড়ে যায়। তখন এই লোকউৎসব গ্রামবাংলার ঘরে ঘরে পালিত হয়। উৎসবের দিন ভোর না হতেই ছেলেমেয়েরা ঘরের বাইরে এসে ছড়া কেটে দাঁড় কাকদের ঢেঁকিতে কোটা হয়। বেলা বাড়ার সাথে সাথে বাড়ির প্রবীণরা পরলৌকিক ক্রিয়া বরত। এ দিন ভোরে নতুন ধানের নতুন চাল। সম্পন্ন করেন এবং ছোট ছেলে-মেয়েরা নতুন জামা-কাপড় পরে। এরপর বাড়ির উঠোনে গর্ত করে জ্যান্ত কই মাছ ও দুধ দিয়ে একটি বাঁশ পোঁতা হয় । একে বলে ‘বীর বাঁশ’। বীর বাঁশের প্রতিটি কঞ্চিতে নতুন ধানের ছড়া বাঁধা হয়। বীর বাঁশ পোঁতার পর একটি কলার খোলে চাল মাখা কলা ও নারকেলের নাড়ু কাককে খেতে দেওয়া হয় । কাককে কেন্দ্র করে অনুষ্ঠিত এ পর্বটির নাম 'কাকবলি' । এই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কেউ আহার করে না। ক্রমান্বয়ে এই লোক উৎসবটি সকল সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়তা লাভ করে। বর্তমান সময়ে নবান্ন উৎসবের ব্যাপকতা কিছুটা হ্রাস পেয়েছে। আমাদের উচিত বাংলা ও বাঙালির এই লোক ঐতিহ্যকে টিকিয়ে রাখা।