ইতর বিশেষ
ইতর বিশেষ (পার্থক্য): পড়া-লেখা, রূপে-গুণে রহিমা ও ফাহিমার মধ্যে ইতরবিশেষ নেই ।
গোলক ধাঁধা
গোলক ধাঁধা (দিশেহারা): মেলায় এসে গোলক ধাঁধায় পড়ে গেলাম ।
ধর্মের ষাঁড়
ধর্মের ষাঁড় (অকর্মণ্য): ইয়ামিন একটা ধর্মের ষাঁড়।
উলুখাগড়া
উলুখাগড়া (গুরুত্বহীন লোক): আমরা ভাই উলুখাগড়া, আমাদের কথায় ওরা গুরুত্ব দেবেন কেন?
ঝাঁকের কৈ
ঝাঁকের কৈ (এক দলের লোক): ওরা সবাই ঝাঁকের কৈ, এক কথা তো বলবেই ।.
একাত্তরের দিনগুলি
একাত্তরের দিনগুলি = জাহানারা ইমাম ।
মতিচুর
মতিচুর = বেগম রোকেয়া ।
The Cruel Birth of Bangladesh
The Cruel Birth of Bangladesh = Archer K. Blood
আমার দেখা নয়াচীন
আমার দেখা নয়াচীন = বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
অরণ্যের দিনরাত্রি
অরণ্যের দিনরাত্রি = সুনীল গঙ্গোপাধ্যায় ।
বালতি
বালতি = পর্তুগিজ শব্দ
নগদ
নগদ = আরবি।
দারোগা
দারোগা = তুর্কি শব্দ ।
সাম্পান
সাম্পান = চীনা শব্দ ।
সুড়ঙ্গ
সুড়ঙ্গ = গ্রিক।
বাংলা বর্ণমালায় অনুনাসিক বর্ণ কোনটি?
নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ - ঙ, ঞ, ণ, ন, ম ৷
অর্থপূর্ণ বাক্য গঠনের ২টি শর্ত লিখুন।
অর্থপূর্ণ বাক্য গঠনের শর্ত তিনটিঃ যোগ্যতা; আকাঙ্ক্ষা; আসত্তি।
প্রত্যয় কাকে বলে?
যে বর্ণ বা বর্ণগুচ্ছ ধাতু বা প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হয়ে শব্দগঠন করে তাকে প্রত্যয় বলে । অথবা ধাতু বা ক্রিয়ামূল বা শব্দের পরে যে শব্দখণ্ড যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে ‘প্রত্যয়' বলে ৷
বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি?
বাংলা বর্ণমালায় মোট ৫০টি বর্ণ রয়েছে। স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
ক্রিয়ার কাল কত প্রকার?
ক্রিয়ার কাল তিন প্রকারঃ
১. বর্তমান কাল: সকালে সূর্য ওঠে।
২. অতীতকাল: বাবা প্রতিদিন বাজার করতেন।
৩. ভবিষ্যত কাল : সে পরশু বাড়িতে যাবে।