সন্ধি বিচ্ছেদ করুনঃ
1.

উচ্চারণ

Created: 3 months ago | Updated: 3 days ago

উচ্চারণ = উৎ + চারণ ।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
2.

তন্বী

Created: 3 months ago | Updated: 3 days ago

তন্বী = তনু + ঈ ।

অর্থসহ বাক্য রচনা করুন
3.

ন’কড়া ছ’কড়া

Created: 3 months ago | Updated: 4 days ago

ন’কড়া ছ’কড়া (হেলা ফেলা করা): কাজের জিনিস নকড়া ছকড়া করা ঠিক নয় ।

অর্থসহ বাক্য রচনা করুন
4.

গোকুলের ষাঁড়

Created: 3 months ago | Updated: 3 days ago

গোকুলের ষাঁড় (স্বেচ্ছাচারী): খায় দায় আর ঘুরে বেড়ায়; ছেলেটি যেন গোকুলের ষাঁড়। 

এক কথায় প্রকাশ করুনঃ
5.

বক্তৃতা দানে পুট যে

Created: 3 months ago | Updated: 3 days ago

বক্তৃতা দানে পুট যে = বাগ্মী ।

এক কথায় প্রকাশ করুনঃ
6.

দুই হাত সমান চলে যার

Created: 3 months ago | Updated: 4 days ago

দুই হাত সমান চলে যার = সব্যসাচী।

শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে বক্তা, শ্রোতা কিংবা উদ্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হয়, তাকে শব্দের পুরুষ বলে। পুরুষ তিন প্রকার । এগুলো হলোঃ উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম বা নাম পুরুষ। 

বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ ১০টি। এগুলো হলোঃ এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ, ং, ঃ এবং চন্দ্রবিন্দু (ঁ)।

কবর' (১৯৫৩) মুনীর চৌধুরীর একাঙ্ক নাটক। বাংলা ভাষা আন্দোলনের পক্ষে কাজ করার অভিযোগ এনে মুনীর চৌধুরীকে ১৯৫২ সালে পাকিস্তান সরকার আটক ও জেলে প্রেরণ করেন। জেলে থাকা অবস্থায় অন্য রাজবন্দি বামপন্থী লেখক রণেশ দাশগুপ্ত মুনীর চৌধুরীকে একটি নাটক লিখতে বলেন, যা ওই জেলখানাতেই রাজবন্দিরা অভিনয় করে ।

পর্তুগিজ পাদ্রী ম্যানোয়েল দ্য অ্যাসসুম্পসাও কর্তৃক পর্তুগিজ ভাষায় রচিত বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ‘Vacabulario Em Idioma Bengalla' ১৭৪৩ সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশিত হয়।

Created: 3 months ago | Updated: 3 days ago

প্রমথ চৌধুরীর ছদ্মনাম ছিলো 'বীরবল'।

'আসাদের শার্ট' কবিতাটির রচয়িতা শামসুর রাহমান।

তোমার দেখা পেলাম না। এখানে ‘দেখা’ শব্দটি কর্ম কারক।

Related Sub Categories