‘উকিল' ও ‘মক্কেল' শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় গ্রহণ করা হয়েছে?
‘উকিল' এবং ‘মক্কেল' হলো আরবি ভাষার শব্দ ।
‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’ এখানে কিংবা’ শব্দটি কোন ধরনের অব্যয়?
'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' এখানে 'কিংবা' শব্দটি বিয়োজক অব্যয়।
‘সর্বাঙ্গে ব্যথা ঔষুধ দিব কোথা’ এখানে ‘ঔষধ কোন কারকে কোন বিভক্তি?
'সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা' এখানে 'ঔষধ' কর্মকারকে শূন্য বিভক্তি।
‘জজ- সাহেব’ কোন সমাজের উদাহরণ?
‘জজ-সাহেব’ কর্মধারয় সমাস (যিনি জজ তিনিই সাহেব)।
‘আইলা’ ও ‘কিরিচ’ কোন ভাষার শব্দ?
'আইলা' ও 'কিরিচ' মলয় ভাষার শব্দ।
‘আধার ঘরের মানিক’ বাগধারার অর্থ কী?
'আধার ঘরের মানিক' বাগধারার অর্থ অত্যন্ত প্রিয়জন।
‘ভুজঙ্গ ’ শব্দের অর্থ কি?
‘ভুজঙ্গ' শব্দের অর্থ সৰ্প; সাপ; অহি ।
‘অভি’ কোন ভাষার উপসর্গ ?
‘অভি’ তৎসম (সংস্কৃত) উপসর্গ ।
‘উদ্ধৃত’ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন
উদ্ধৃত' শব্দের সন্ধি বিচ্ছেদ হলো উৎ + হৃত ।
‘দু’ বার জন্মে যা’ এক কথায় প্রকাশ করুন।
‘দু'বার জন্মে যা' এক কথায় দ্বিজ