যে কোন একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুনঃ
1.

তথ্য – প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা

Created: 2 months ago | Updated: 2 days ago

তথ্য-প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা 

নৈতিকতা হলো সুনির্দিষ্ট কিছু নৈতিক, ধারণা, যা মানুষ নিজের ভেতর ধারণ করে এবং এগুলো কারো সাংস্কৃতিক পরিমন্ডলের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত হয়। বর্তমান তথ্য ও যোগযোগ প্রযুক্তির যুগে নৈতিকতার বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিরাট ক্ষেত্রটিতে প্রায় সর্বত্রই কম্পিউটার প্রযুক্তির সংশ্লিষ্টতা লক্ষ করা যায়।
আর তাই Computer Ethics বা কম্পিউটার নীতিশাস্ত্র নামে ব্যবহারিক দর্শনশাস্ত্রের একটি শাখা সৃষ্টি হয়েছে যেটি পেশা ও সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী কম্পিউটিং প্রফেশনালদের কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সে বিষয়টি আলোচনা করে।

বোলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ড. ওয়াল্টার ম্যানার সর্বপ্রথম ‘কম্পিউটার এথিকস' টার্মটির সাথে পরিচয় করিয়ে দেন। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশনসমূহে কম্পিউটার এথিকস একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সমাজের সকল ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। এর ফলে কম্পিউটার ও সাইবার অপরাধ, গোপনীয়তা, ব্যাক্তিস্বাতন্ত্র্যতা, চাকরি, স্বাস্থ্য, কর্ম পরিবেশ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে নৈতিকতার বিষয়টি উদ্ভব হয়েছে। তথ্য ব্যবস্থার মাধ্যমে বিনা অনুমতিতে অন্যের তথ্য ব্যবহার ও সেগুলো পাচার করা নীতি বিরুদ্ধ কাজ যা সমাজ তথা তথ্য ব্যবস্থার সংগে সংগতিপূর্ণ নয়। নৈতিকতা হলো মোরাল কোড যেখানে বেশ কিছু নিয়ম কানুন থাকে যা স্বাভাবিকভাবে সকলের আচরণ দ্বারা স্বীকৃত। এটি ব্যাক্তিকে বোঝাতে সহায়তা করে যে কোন কাজটি করা ঠিক এবং কোনটি ভুল। এই বোধকে জাগ্রত করা ও নীতিবোধকে ব্যপকভাবে ছড়িয়ে দেওয়া নৈতিকতার মূল লক্ষ্য। নৈতিকতার ক্ষেত্রে চারটি মূল নীতি রয়েছে। যথা আনুপাতিকতা, তথ্যপ্রদানপূর্বক সম্মতি, ন্যায় বিচার, ঝুঁকি নিয়ন্ত্রণ। তথ্য ব্যবস্থায় এই নৈতিকতাকে অবশ্যই মেনে চলতে হয় । তথ্য প্রযুক্তি ব্যবস্থায় নৈতিকতার সাথে জড়িত উল্লেখযোগ্য কয়েকটি বিষয় হলোঃ

০১. অন্যের কোনো ক্ষতি করার উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার না করা ।
০২. অন্য ব্যক্তির কোনো কম্পিউটার কাজের উপর হস্তক্ষেপ না করা । ০৩. অন্য কারো কম্পিউটার হতে ফাইল বা কোনো তথ্য সংগ্রহ না করা ।
০৪. চুরির উদ্দেশ্যে কারো কম্পিউটার ব্যবহার না করা ।
০৫. মিথ্যা সাক্ষ্য প্রমাণ বহনের কাজে কম্পিউটার ব্যবহার না করা ।
০৬. যেসব সফটওয়্যারের জন্য অর্থ প্রদান করা হয়নি, সেগুলো অনুমতি ছাড়া ব্যবহার না করা। ০৭. বিনা অনুমতিতে অন্য কারো কম্পিউটার রিসোর্স ব্যবহার না করা ।
০৮. অন্য কারো বুদ্ধিবৃত্তি সংক্রান্ত ফলাফল আত্মসাৎ না করা ।
০৯. কোনো প্রোগ্রাম রচনা বা সিস্টেম তৈরির ক্ষেত্রে সেটির সামাজিক প্রভাব সম্পর্কে চিন্তাভাবনা করা ৷
১০. কম্পিউটারকে এমনভাবে ব্যবহার করা উচিত যাতে করে পারস্পরিক সদ্ভাব ও শ্রদ্ধা বজায় থাকে ।
১১. তথ্যকে ব্যবহারের ক্ষেত্রে অন্যের গোপনীয়তা যাতে ভঙ্গ না হয় ও অধিকার খর্ব না হয় সেদিকে খয়াল রাখা।
১২. কম্পিউটারের মাধ্যমে কোন ছবি বা ইমেজ বিকৃত করে উপস্থাপন না করা ৷
১৩. ওয়েব সাইট হ্যাকিং না করা।
১৪. সাইবার অপরাধে জড়িয়ে না পড়া ।
১৫. কপিরাইট আইন মেনে চলা এবং কোন কিছু নিশ্চিত না হয়ে সেই সম্পর্কে কম্পিউটারে কোন বক্তব্য উপস্থাপন না করা।

অন্যের ভালো দিকগুলোর প্রতি আকৃষ্ট হওয়াই সৎ লোকের ধর্ম। আর মন্দ লোকের ধর্ম হল অন্যের খুঁত খুঁজে বের করে তা প্রচার করে বেড়ানো। বস্তুত জগতে ভালো ও মন্দ লোকের স্বভাব-বৈশিষ্ট্যই আলাদা ।

বরাবর
ম্যানেজার
রিসেন্ট পাবলিকেশন
রাফিন প্লাজা
নীলক্ষেত, ঢাকা-১২০০
বিষয়ঃ ভি.পি.পি. যোগে মুক্তিযুদ্ধ ভিত্তিক ৫টি বই পাঠানোর জন্য অনুরোধ।

জনাব,
সালাম নেবেন। অনুগ্রহপূর্বক আপনাদের প্রকাশিত নিচের তালিকাভূক্ত বইগুলো এককপি করে নিম্নবর্ণিত ঠিকানায় ভি.পি.পি. যোগে পাঠালে বিশেষভাবে উপকৃত হব । ভি.পি.পি. আসামাত্র বইগুলো গ্রহণ করার নিশ্চয়তা দিচ্ছি।

অনুগ্রহ করে অতিশীঘ্র বইগুলো পাঠানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

আপনার বিশ্বস্ত
মোঃ রফিকুজ্জামান
সিনিয়র অফিসার
জনতা ব্যাংক, চট্টগ্রাম । 
প্রয়োজনীয় বইয়ের তালিকাঃ 
০১. হাঙর নদী গ্রেনেড - সেলিনা হোসেন
০২. রাইফেল রোটি আওরাত - আনোয়ার পাশা
০৩. জীবন আমার বোন - মাহমুদুল হক ।
০৪. একটি কালো মেয়ের কথা - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ।
০৫. নিষিদ্ধ লোবান - সৈয়দ শামসুল হক ।

প্রেরক

নামঃ

ঠিকানাঃ

প্রাপক

নামঃ

ঠিকানাঃ

যে কোন একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুনঃ
2.

বাংলাদেশের প্রেক্ষাপটে পনেরই আগস্ট

Created: 2 months ago | Updated: 2 days ago
যে কোন একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুনঃ
3.

নগরায়ন ও গণস্বাস্থ্য

Created: 2 months ago | Updated: 2 days ago
Created: 2 months ago | Updated: 14 hours ago

চোখের ব্যবহারঃ

অর্ধঅঙ্গবিশেষদৃষ্টিসতর্জতাঈর্ষা হওয়ালজ্জা
বিভিন্ন অর্থে বাক্যেআমরা চোখ দিয়ে দেখিওকে চোখে চোখে রোখাচোখ কান খোলা রেখোআমার উন্নতিতে তোমার চোখ টাটায় কেন?তার চোখের চামড়া নেই

Created: 2 months ago | Updated: 14 hours ago
Created: 2 months ago | Updated: 14 hours ago

Related Sub Categories