দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় || অফিস সহায়ক (03-06-2022) || 2022

All

বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত মোট ১৭টি সংশোধনী আনা হয়েছে। সর্বশেষ ১৭তম সংশোধনী পাস হয় ৮ জুলাই, ২০১৮ সালে।

বাংলাদেশের সংবিধানের ৬৬(১) অনুযায়ী সংসদ সদস্য পদে নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স ২৫ বছর হতে হবে।

Created: 6 months ago | Updated: 3 weeks ago

বাংলাদেশ জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০ জন। এর মধ্যে ৫০ জন হলো সংরক্ষিত নারী আসনে নির্বাচিত মহিলা সদস্য।

বাংলাদেশের প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ভুটান। দেশটি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ৬ ডিসেম্বর, ১৯৭১ সালে (৬ ডিসেম্বর ভুটান এবং ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় কিন্তু ভুটান ভারতের ২ ঘন্টা আগে স্বীকৃতি দেয়।)

মণিপুরী নৃত্যের ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রাজ্য মনিপুরী উদ্ভূত। মৈরাং (মতান্তরে সিলেটের কমলগঞ্জ) ছিল মনিপুরী সংস্কৃতির কেন্দ্রস্থল।

Created: 6 months ago | Updated: 2 weeks ago

হুয়াংহো নদী অর্থাৎ পীতনদীকে ‘চীনের দুঃখ' বলা হত। প্রাচীন চীনে প্রায়ই হুয়াংহো নদী ছাপিয়ে উঠে সবকিছু বন্যায় ভাসিয়ে দিত বলে এই নদীর নাম ছিল 'চিনের দুঃখ'। এর ফলে চীনের জনগণের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় দুঃখদুদর্শী।

Created: 6 months ago | Updated: 2 weeks ago

আয়তনে বিশ্বের বৃহত্তম এবং গভীরতম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর। এর আয়তন ১৫,৫৫,৫৭,০০০ বর্গ কিলোমিটার । 

Created: 6 months ago | Updated: 2 weeks ago

১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি পেশ করেন।

Created: 6 months ago | Updated: 2 weeks ago

বঙ্গবন্ধুর মাতার নাম সায়েরা বেগম। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ বর্তমান গোপালগঞ্জ (সাবেক ফরিদপুর) জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ লুৎফর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন। দুই ভাই ও চার বোনের মধ্যে তিনি পিতা-মাতার তৃতীয় সন্তান ।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন এম এ জি ওসমানি ।

Related Sub Categories