গণগ্রন্থাগার অধিদপ্তর || ডেসপাচ রাইডার/বাইন্ডার/অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী (17-06-2022) || 2022

All

সন্ধি বিচ্ছেদ করুনঃ
1.

গবেষণা

Created: 3 months ago | Updated: 5 days ago

গবেষণা = গো + এষণা।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
2.

পরোপকার

Created: 3 months ago | Updated: 5 days ago

পরোপকার = পর + উপকার।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
3.

ষড়জ

Created: 3 months ago | Updated: 5 days ago

ষড়জ = ষট্ + জ

সন্ধি বিচ্ছেদ করুনঃ
4.

দিগ্বিদিক

Created: 3 months ago | Updated: 5 days ago

দিগ্বিদিক = দিক্ + বিদিক।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
5.

নয়ন

Created: 3 months ago | Updated: 5 days ago

নয়ন = নে + অন

এক কথায় প্রকাশ করুনঃ
6.

যে নারী নিজে বর বরন করে নেয়

Created: 3 months ago | Updated: 5 days ago

যে নারী নিজে বর বরন করে নেয় = স্বয়ংবরা

এক কথায় প্রকাশ করুনঃ
7.

ফল পাকলে যে গাছ মরে যায়

Created: 3 months ago | Updated: 5 days ago

ফল পাকলে যে গাছ মরে যায় = ওষধি।

এক কথায় প্রকাশ করুনঃ
8.

অন্যলোক

Created: 3 months ago | Updated: 5 days ago

অন্যলোক = লোকান্তর।

এক কথায় প্রকাশ করুনঃ
9.

পা হতে মাথা পর্যন্ত

Created: 3 months ago | Updated: 5 days ago

পা হতে মাথা পর্যন্ত = আপাদমস্তক 

এক কথায় প্রকাশ করুনঃ
10.

তিন ফলের সমাহার

Created: 3 months ago | Updated: 5 days ago

তিন ফলের সমাহার = ত্রিফলা।

অর্থসহ বাক্যরচনা করুনঃ
11.

রাঘব বোয়াল 

Created: 3 months ago | Updated: 5 days ago

রাঘব বোয়াল (সর্বগ্রাসী ব্যক্তি) = সমাজের রাঘব বোয়ালরাই সব লুটে খায়।

অর্থসহ বাক্যরচনা করুনঃ
12.

আক্কেল সেলামি 

Created: 3 months ago | Updated: 5 days ago

আক্কেল সেলামি (নির্বুদ্ধিতার দণ্ড) = বিনা টিকেটে টেনে চড়ে আক্কেল সেলামি দিতে হলো।

অর্থসহ বাক্যরচনা করুনঃ
13.

ইঁচড়ে পাকা 

Created: 3 months ago | Updated: 5 days ago

ইঁচড়ে পাকা (অকালপক্ব) = সঙ্গদোষে অনেক ছেলেই ইঁচড়ে পাকা হয়ে যায়।

অর্থসহ বাক্যরচনা করুনঃ
14.

উড়ো চিঠি 

Created: 3 months ago | Updated: 5 days ago

উড়ো চিঠি (বেনামি পত্র) = রাকিব সাহেবের ঠিকানায় প্রায়শ উড়ো চিঠি আসে।

অর্থসহ বাক্যরচনা করুনঃ
15.

অন্ধের যষ্টি 

Created: 3 months ago | Updated: 5 days ago

অন্ধের যষ্টি (অপরিহার্য অবলম্বন) = শেষ বয়সে নাতিটিই বুড়ির অন্ধের যষ্টি হয়ে রইল।

                                                                                                                      ‘গ্রন্থাগার'

মানবসভ্যতার ক্রমবিকাশে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। জ্ঞান-বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে গ্রন্থাগারের জনপ্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে। গ্রন্থাগারে সংরক্ষিত থাকে হাজার হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সাহিত্য ও সংস্কৃতির জ্ঞান। শিক্ষাক্ষে মানুষের কাছে তাই গ্রন্থাগার এক জ্ঞানতীর্থ, যেখানে মুক্তির সন্ধান পাওয়া যায়। পাওয়া যায় জীবনের আলোকিত পথ। ধারণা করা হয়, বর্তমান বিশ্বের বিখ্যাত গ্রন্থাগারগুলোর মধ্যে ব্রিটেনের ব্রিটিশ মিউজিয়াম, ফ্রান্সের বিবলিওধিক ন্যাশনাল লাইব্রেরি, মস্কোর লেনিন লাইব্রেরি, আমেরিকার লাইব্রেরি অব কংগ্রেস এবং কলকাতার ন্যাশনাল লাইব্রেরি উল্লেখযোগ্য। বাংলাদেশে ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি। গ্রন্থাগার হলো বিভিন্ন ধরনের গ্রন্থের সপ্তগ্রহশালা। এ সংগ্রহ ব্যক্তিগত হতে পারে। হতে পারে পারিবারিক ও রাষ্ট্রীয়। তবে বহু মানুষের মিলিত প্রয়াসে সংগৃহীত সাধারণ গ্রন্থাগার থেকে নিজ নিজ প্রয়োজন ও রুচিমাফিক জ্ঞান আহরণ করতে পারে সবাই। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণ সংস্থা, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ অনেক সরকারি-বেসরকারি অফিস-আদালত ও প্রতিষ্ঠানে গ্রন্থাগার রয়েছে। এসব গ্রন্থাগার ব্যবহারের সুবিধা সংশ্লিষ্ট ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ। বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে গ্রন্থাগারের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাচ্ছে। যুক্ত হয়েছে ডিজিটাল গ্রন্থাগার তথা ই-বুক পদ্ধতির গ্রন্থাগার। মানুষ উপলব্ধি করছে দৈহিক চাহিদাই সব নয়। মনেরও খাদ্য প্রয়োজন। আর গ্রন্থাগারই মানুষের মনের পছন্দমাফিক রসদের সন্ধান দিতে পারে। গ্রন্থাগারে সংগৃহীত গ্রন্থ দেশ ও জাতির অমূল্য সম্পদ। আমাদের দেশে পাবলিক লাইব্রেরি, বাংলা একাডেমি গ্রন্থাগার, জাতীয় গ্রন্থকেন্দ্র গ্রন্থাগার, শিশু একাডেমি গ্রন্থাগার, ইসলামিক ফাউন্ডেশন পাঠাগার, বিশ্বসাহিত্য কেন্দ্রসহ সরকারি-বেসরকারি অসংখ্য গ্রন্থাগার জ্ঞানপিপাসু মানুষের গ্রন্থপাঠের প্রয়োজন মেটাচ্ছে।

Related Sub Categories