'স্বাধীনতার সুবর্ণজয়ন্তী'

মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, ৫০ বছরে পা দিয়েছে স্বাধীন বাংলাদেশ । আজ থেকে ৫০ বছর আগে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতি এই কাঙ্খিত স্বাধীনতা অর্জন করে। বিশ্বের মানচিত্রে জন্ম লাভ করে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র। ১৯৭১ সালে ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় অর্জনের ৫০ বছরপূর্তি পালনের জন্য বাংলাদেশ সরকার ঘোষণা করেছে একটি বার্ষিক পরিকল্পনা। সরকার ২৬ মার্চ, ২০২১ থেকে ১৬ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের ঘোষণা দিয়েছিল।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
2.

প্রত্যেক 

Created: 6 months ago | Updated: 18 hours ago

প্রত্যেক = প্রতি + এক।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
3.

স্বাধীন

Created: 6 months ago | Updated: 20 hours ago

স্বাধীন = স্ব + অধীন।

ব্যাসবাক্যসহ সমাস লিখুনঃ
4.

স্মৃতিসৌধ 

Created: 6 months ago | Updated: 17 hours ago

স্মৃতিসৌধ = স্মৃতি রক্ষার্থে সৌধ (মধ্যপদলোপী কর্মধারয়)।

ব্যাসবাক্যসহ সমাস লিখুনঃ
5.

বিপদাপন্ন 

Created: 6 months ago | Updated: 18 hours ago

বিপদাপন্ন = বিপদকে আপন্ন (দ্বিতীয়া তৎপুরুষ সমাস)।

এক কথায় প্রকাশ করুনঃ
6.

যা ক্রমশ বর্ধিত হচ্ছে 

Created: 6 months ago | Updated: 9 hours ago

যা ক্রমশ বর্ধিত হচ্ছে = বর্ধিষ্ণু 

এক কথায় প্রকাশ করুনঃ
7.

যা মর্মকে স্পর্শ করে

Created: 6 months ago | Updated: 15 hours ago

যা মর্মকে স্পর্শ করে = মর্মস্পর্শী।

অর্থসহ বাক্য রচনা করুন
8.

ইঁদুর কপালে 

Created: 6 months ago | Updated: 1 day ago

ইঁদুর কপালে (মন্দভাগ্য) = তোমার মত ইঁদুর কপালে লোক আমি দেখিনি।

অর্থসহ বাক্য রচনা করুন
9.

কেঁচে গন্ডুস

Created: 6 months ago | Updated: 8 hours ago

কেঁচে গভুস (নতুন করে আরম্ভ করা) = সবটাই ভুল হয়েছে, আবার কেঁচে গন্ডুস করতে হবে দেখছি।

কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তর করুনঃ
10.

দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে।

Created: 6 months ago | Updated: 2 weeks ago

কর্তৃবাচ্যদস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে।
কর্মবাচ্যদস্যুদল কর্তৃক গৃহটি লুণ্ঠিত হয়েছে ।

কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তর করুনঃ
11.

খোদা তায়ালা বিশ্বজগত সৃষ্টি করেছেন।

Created: 6 months ago | Updated: 2 days ago

কর্তৃবাচ্যখোদা তায়ালা বিশ্বজগত সৃষ্টি করেছেন।
কর্মবাচ্যবিশ্বজগত খোদাতায়ালা কর্তৃক সৃষ্ট হয়েছে।

Related Sub Categories