যা কোথাও উঁচু কোথাও নিচু
বন্ধুর
যে নারীর স্বামী বিদেশ থাকে
প্রোষিতভর্তৃকা
যা বলা হয়নি
অনুক্ত
একবার ফল দিয়ে যে গাছ মারা যায়
ওষধি
আদ্যোপান্ত
আদ্য + উপান্ত
অন্বেষণ
অনু + এষণ
ক্ষুধার্ত
ক্ষুধা+ঋত
নাবিক
নৌ + ইক
অরণ্য
অরণ্যানী
বেদে
বেদেনী
প্রতিনিধি
মহিলা প্রতিনিধি
অনুরাগ
নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয়।
কর্তৃকারকে ৩য়া
ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে।
করণে প্রথমা/শূন্য
জেলেরা নদী থেকে মাছ ধরছে।
কর্মকারকে শূন্য
অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ।
সম্প্রদানে ৭মী
অমৃতে অরুচি
(মূল্যবান জিনিসের প্রতি অনীহা) এত সুন্দর চাকরিটা হুট করে ছেড়ে দিলে, অমৃতে অরুচি ধরেছ নাকি?
লেফাফা দুরন্ত
(বাইরে ঠাঁট বজায় রাখা), লোকটার লেফাফা দুরন্ত ভাব দেখে তার দারিদ্রে।
বিড়াল তপস্বী
(বকধার্মিক) সমাজে বিড়াল তপস্বী লোকের অভাব নেই।
ব্যাঙের সর্দি
(অসম্ভব কিছু) যে সাতবার জেল খেটে এসেছে, তাকে দেখাও জেলের ভয়, ব্যাঙের আবার সর্দি ।
রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদক W.B.Yeats.
পদ্মাবতী প্রবন্ধ
আলাওল
কবর নাটক
মুনীর চৌধুরী
আমার ছেলেবেলা
রবীন্দ্রনাথ ঠাকুর
উদাসীন পথিকের মনের কথা
মীর মশাররফ হোসেন
সাবেক
হাল
খ্যাতি
অখ্যাতি