পুলিশ (স্পেশাল ব্রাঞ্চ) ।। পদের নাম: দপ্তরী ।। পরীক্ষার তারিখ: (04-02-2023) || 2023

All

১৯৭১ সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে বাংলা একাডেমি প্রাঙ্গনে প্রতিবছর একুশে বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে।বাঙালি সত্তার মর্মমূলে গাঁথা মহান একুশে ফেব্রুয়ারি তথা ভাষা আন্দোলনের অমর স্মৃতি বহন কারী এই একুশে বইমেলা  বাঙালির সংগ্রামী চেতনা ও সংস্কৃতির স্বাতন্ত্রেরই এক তাৎপর্যপূর্ণ অনুষঙ্গ। শহীদ দিবস হিসেবে জাতীয় মর্যাদায় এ দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়। এ দেশের মানুষ ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য এবং বইমেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। ১৯৯৯ সালে এ দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ায় এর গুরুত্ব বেড়ে গেছে বহুগুণ। সেই সাথে একুশের বইমেলার পেয়েছে আলাদা গৌরবদীপ্ত যাত্রা। পহেলা ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী একুশে বইমেলা বেশ  জাকজমক পুর্ন ভাবে চলতে থাকে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এ বইমেলার উদ্বোধন করেন। প্রকাশক তাদের জন্য বরাদ্দকৃত নিজ নিজ স্টল সাজিয়ে বই প্রদর্শন কয়েকশত বিক্রি করেন। হাজার হাজার দর্শক শ্রোতা, ক্রেতা আনন্দমুখর পরিবেশে নানা ধরনের সুদৃশ্য ও মূল্যবান বইয়ের সাথে, লেখক ও প্রকাশকদের সাথে পরিচিত হন। বই দেখে ও বই কিনে তাদের মুখে হাসি ফুটে ওঠে। তারা এখনে আলোচনা অনুষ্ঠান সংস্কৃতি অনুষ্ঠান উপভোগ করেন। খাবার স্টলে বসেও কবি-লেখকদের সঙ্গে আড্ডা দেন অনেকেই। তথ্য কেন্দ্র থেকে প্রচার করা হয় নতুন বই প্রকাশের সংবাদ, হারানো বিজ্ঞপ্তি ইত্যাদি। মেলায় প্রবেশের সুসজ্জিত তোতাটি দৃষ্টিনন্দিত। বাইরের দেয়ালে ভাষা আন্দোলন ও ভাষা শহীদদের নানা চিত্র দেখার ভিড়। মেলার ভেতরে বাইরে নিরাপত্তার ব্যবস্থা। একুশের বইমেলা বই কেনা ও পাঠের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
2.

ঘোড়দৌড়

Created: 6 months ago | Updated: 1 day ago

ঘোড়া + দৌড় 

সন্ধি বিচ্ছেদ করুনঃ
3.

মতৈক্য

Created: 6 months ago | Updated: 1 day ago

মত + ঐক্য

সন্ধি বিচ্ছেদ করুনঃ
4.

প্রত্যেক

Created: 6 months ago | Updated: 1 day ago

প্রতি + এক

সন্ধি বিচ্ছেদ করুনঃ
5.

স্বল্প

Created: 6 months ago | Updated: 2 weeks ago

সু+অল্প

সন্ধি বিচ্ছেদ করুনঃ
6.

যথার্থ

Created: 6 months ago | Updated: 1 day ago

যথা+অর্থ

এক কথায় প্রকাশ করুনঃ
7.

আচারে নিষ্ঠা আছে যার

Created: 6 months ago | Updated: 2 weeks ago

আচারনিষ্ঠ

এক কথায় প্রকাশ করুনঃ
8.

উপকারীর অপকার করে যে

Created: 6 months ago | Updated: 3 weeks ago

কৃতজ্ঞ

এক কথায় প্রকাশ করুনঃ
9.

ফল পাকলে যে গাছ মরে যায়

Created: 6 months ago | Updated: 1 day ago

ওষধি

এক কথায় প্রকাশ করুনঃ
10.

এক থেকে শুরু করে ক্রমাগত

Created: 6 months ago | Updated: 3 weeks ago

একদিক্রমে

এক কথায় প্রকাশ করুনঃ
11.

যা কখনো নষ্ট হয় না

Created: 6 months ago | Updated: 1 day ago

অবিনশ্বর

অর্থসহ বাক্য রচনা করুন
12.

পথ ধরা

Created: 6 months ago | Updated: 1 week ago
অর্থসহ বাক্য রচনা করুন
13.

হাতের পাঁচ

Created: 6 months ago | Updated: 2 weeks ago

(শেষ সম্বল) একশ টাকাই হাতের পাঁচ ছিল, তাও আজকে খরচ হয়ে গেল

অর্থসহ বাক্য রচনা করুন
14.

কেতা দুরন্ত

Created: 6 months ago | Updated: 3 weeks ago

(পরিপাটি); হাফিজের চালচলন বেশ কেতা দুরন্ত। 

অর্থসহ বাক্য রচনা করুন
15.

গলগ্রহ

Created: 6 months ago | Updated: 1 day ago

(পরের পাত্র) অন্যের গলগ্রহে থাকা খুবই কষ্টকর।

অর্থসহ বাক্য রচনা করুন
16.

যক্ষের ধন

Created: 6 months ago | Updated: 1 week ago

(অতিশয় কৃপণের ধন) তুমি তো টাকা কড়ি যক্ষের ধনের মত আগলে বসে আছ, তাতে কি লাভ।

Related Sub Categories