ঈশ্বর, রাষ্ট্র ও সমাজের প্রতি আমাদের কর্তব্য আছে। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে প্রেরণ করেছেন। সমাজে আমাদেরকে যে সেবা প্রদান করে তার জন্য আমরা সমাজের কাছে কণী আমাদের সমাজ একটা মেশিনের মত যার অংশ হচ্ছি আমরা। আমাদের প্রত্যেককে নিজেদের ভূমিকা পালন করতে হবে, অন্যথায় সমাজের উন্নতি হবে না।

প্রদত্ত প্রশ্নসমূহের উত্তর দিন
4.

ষত্ব বিধানের পাঁচটি নিয়ম লিখুন

Created: 3 months ago | Updated: 1 week ago

১. অ, আ, ভিন্ন অন্য কোনো স্বরধ্বনি এবং ক ও র এর পরে ‘ষ’ প্রত্যয়ের ‘স’ থাকলে তা মূর্ধন্য ‘ষ’ হয়। যেমন- ভবিষ্যৎ, মুমূর্ষু, বিষয়, বিষ, সুষমা ইত্যাদি।
২. ট ও ঠ এর সঙ্গে যুক্ত হলে দন্ত-‘স’ না হয়ে মূর্ধন্য-ষ হয়। যেমন- কষ্ট, কাষ্ঠ, স্পষ্ট ইত্যাদি। 
৩. ঋ-কার ও র-এর পর মূর্ধন্য ‘ষ’ হয়। যেমন- সৃষ্টি, বৃষ, ঋষি, কৃষক, বর্ষা, বৃষ্টি, দৃষ্টি ইত্যাদি।
৪. সমাসবদ্ধ হয়ে দুটি পদ একপদে পরিণত হলে এবং প্রথম পদের শেষে ই, উ, ঋ থাকলে মূর্ধন্য-ষ এ পরিণত হয়। যেমন- যুধিষ্ঠির, গোষ্ঠী, ভ্রাতুস্পুত্র ইত্যাদি। 
৫. ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতুতে মূর্ধন্য-ষ হয়। যেমন- অনুষ্ঠান, অভিষেক, প্রতিষেধক ইত্যাদি।

বানান শুদ্ধ করে লিখুন
5.

শান্তনা

Created: 3 months ago | Updated: 1 day ago

সান্ত্বনা

বানান শুদ্ধ করে লিখুন
6.

আকাংখা

Created: 3 months ago | Updated: 1 week ago

আকাঙ্ক্ষা

বানান শুদ্ধ করে লিখুন
7.

মনিষি

Created: 3 months ago | Updated: 1 day ago

মনীষী

বানান শুদ্ধ করে লিখুন
8.

উচ্ছাস

Created: 3 months ago | Updated: 1 day ago

উচ্ছ্বাস

বানান শুদ্ধ করে লিখুন
9.

সরসতি

Created: 3 months ago | Updated: 1 week ago

সরস্বতী

প্রদত্ত প্রশ্নসমূহের উত্তর দিন
10.

বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা লিখুন

Created: 3 months ago | Updated: 1 week ago

বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা

১. সমাসের মাধ্যমে অনেক নতুন শব্দ গঠন করা যায় 

২. ভাষাকে সহজ-সরল সংক্ষিপ্ত শ্রুতিমধুর করা যায়।

৩. অল্প কথায় ব্যাপক ভাব প্রকাশ করা যায়। 

৪. সহজভাবে শব্দ উচ্চারণ করা যায়

৫. বক্তব্যকে সুন্দর - অর্থবহ তাৎপর্যপূর্ণ করা যায়। 

৬.ব্যাক্যকে গতিশীল করা যায়।

বাক্য সংকোচন করুন
11.

পাখির ডাক

Created: 3 months ago | Updated: 1 week ago

কূজন

বাক্য সংকোচন করুন
12.

আকাশে উড়ে যা

Created: 3 months ago | Updated: 1 day ago

খেঁচর

বাক্য সংকোচন করুন
13.

ফুল হতে জাত

Created: 3 months ago | Updated: 1 week ago

ফুলেল

বাক্য সংকোচন করুন
14.

অক্ষির সম্মুখে বর্তমান

Created: 3 months ago | Updated: 1 week ago

প্রতক্ষ্য

বাক্য সংকোচন করুন
15.

একই গুরুর শিষ্য

Created: 3 months ago | Updated: 1 day ago

সতীর্থ

প্রদত্ত বাগধারাগুলোর অর্থ নির্দেশ করে উপযুক্ত বাক্যে উপস্থাপন করুন
16.

হাতির খোরাক

Created: 3 months ago | Updated: 1 week ago

(বেশি খাওয়া) চার জনের ভাত একজনেই খেয়ে ফেলল, এ দেখছি হাতির খোরাক।

প্রদত্ত বাগধারাগুলোর অর্থ নির্দেশ করে উপযুক্ত বাক্যে উপস্থাপন করুন
17.

অমৃতে অরুচি

Created: 3 months ago | Updated: 1 day ago

(দামি জিনিসে বিতৃষ্ণা) হাতের কাছে ভালো চাকরি পেয়েও করল না, এ যেন অমৃতে অরুচি।

প্রদত্ত বাগধারাগুলোর অর্থ নির্দেশ করে উপযুক্ত বাক্যে উপস্থাপন করুন
18.

উনপঞ্চাশ বায়ু

Created: 3 months ago | Updated: 1 week ago

(পাগলামি)। পরীক্ষা ঘনিয়ে আসছে আর তার মাথায় উনপঞ্চাশ বায়ু দেখা দিয়েছে।

প্রদত্ত বাগধারাগুলোর অর্থ নির্দেশ করে উপযুক্ত বাক্যে উপস্থাপন করুন
19.

কাঁঠালের আমসত্ত্ব

Created: 3 months ago | Updated: 1 day ago

(অসম্ভব বস্তু) লেখাপড়া না করে "এ প্লাস" পাওয়া এ যে কাঁঠালের আমসত্ত্ব।

প্রদত্ত বাগধারাগুলোর অর্থ নির্দেশ করে উপযুক্ত বাক্যে উপস্থাপন করুন
20.

রাবনের চিতা

Created: 3 months ago | Updated: 1 day ago

(চির অশান্তি)। একমাত্র ছেলের মৃত্যুতে মায়ের বুকে রাবণের চিতা জ্বলছে।

Related Sub Categories