সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবসগুলোর মধ্যে একটি হলো ২৬ মার্চ যা আমাদের স্বাধীনতা দিবস। ব্যাপক উৎসাহ—উদ্দীপনার মধ্যে দিয়ে প্রতি বছর আমাদের দেশে দিবসটি পালিত হয়। ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিবসটি শুরু হয়। আমরা সবাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানাই। সর্বস্তরের মানুষ মিছিল ও সমাবেশ নিয়ে জাতীয় স্মৃতিসৌধে যায়। ১৯৭১ সালের বীরত্বপূর্ণ সংগ্রাম ও আত্মত্যাগকে তুলে ধরে দিনব্যাপী নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।