শীতার্ত
শীত + ঋত
বৃষ্টি
বৃষ্টি= বৃষ্ + তি
স্বল্প
স্বল্প শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে সু + অল্প।
উ- কারের পর উ কার ভিন্ন অন্য কোন স্বর বর্ণ থাকলে পূর্ব বর্ণে ব- ফলা হয় এবং পর বর্ণে উ- কার ভিন্ন স্বরের অর্থ প্রধান থাকে। যেমন- সু + আগতম উভয় মিলে হবে স্বাগতম,
দু + ঈপ উভয় মিলে হবে দ্বীপ।
চলচ্চিত্র
চলৎ + চিত্র = চলচ্চিত্র
আশ্চর্য
আ + চর্য = আশ্চর্য, এটা নিপাতনে সিদ্ধ সন্ধি
যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে
জাতিস্মর
সাপের খোলস
নির্মোক
যা বলা হয়নি
অনুক্ত
আকাশে উড়ে বেড়ায় যে
খেচর
যা ক্রমশ দূর হয়ে যাচ্ছে
ক্রমবর্ধমান
দিবাস্বপ্ন
বর্ণচোৱা
ঠোঁট কাটা
পত্রপাঠ
কাগুজে বাঘ
কাগুজে বাঘ অর্থ- মিথ্যা জুজু।
পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু । এটি পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় তৈরি সেতুটি ৪১টি স্প্যান নিয়ে গঠিত, প্রতিটি স্প্যান লম্বায় ১৫০.১২ মিটার (৪৯২.৫ ফুট) এবং চওড়ায় ২২.৫ মিটার (৭৪ ফুট)। সেতুটির মোট দৈর্ঘ্য ৬.১৫ কিমি (৩.৮২ মাইল)। এটি স্প্যান সংখ্যা ও মোট দৈর্ঘ্য উভয়ের দিক থেকে গঙ্গা নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতু এবং ১২০ মিটার (৩৯০ ফুট) গভীরতাযুক্ত বিশ্বের গভীরতম পাইলের সেতু।