কথোপকথন
কথা+উপকথন
সূর্যোদয়
সূর্য+উদয়
প্রৌড়
প্র+ঊঢ়
চলচ্চিত্র
চলৎ+চিত্র
মন দিয়া কর সবে বিদ্যা উপার্জন
করণ কারকে, দ্বিতীয়া বিভক্তি,মন দিয়া কর সবে বিদ্যা উপার্জন।
ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে উত্তরে করণ কারক পাওয়া যায়।
সোমবার থেকে পরীক্ষা শুরু
এই বাক্যে সোমবার হলো ক্রিয়া প্রারম্ভের সময়। যে সম থেকে ক্রিয়ার কাজ শুরু হয়, তাকে বলে কালবাচক অপাদান। এই বাক্যে 'সোমবার' পদটি কালবাচক অপাদান রূপে কাজ করছে। তাই এটি অপাদান কারক।
অন্ধজনে দেহ আলো
সম্প্রাদানে ৭মী
খিলিপান নিয়ে ওষুধ খাবে
অধিকরনে তৃতীয়া
কুয়োর ব্যাঙ
কূপমন্ডুক
ঝাঁকের কই
ঝাঁকের কৈ= একই দলের লোক
শাঁখের করাত
উভয় সংকট
উড়নচণ্ডী
অমিতব্যয়ী
উৎযাপন
উদযাপন
যাবতজীবন
ব্ৰজ্য
স্নেহাশীয়
স্নেহাশিস…
কাঁচের তৈরী ঘর
চৈত্র মাসের ফল
চৈতালী
কৃষি থেকে উৎপন্ন
কৃষিজ
বাংলাভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কি?
চর্যাপদ
বাংলা সাহিত্যে মধ্যযুগের প্রথম কবি কে?
বড়ু চণ্ডীদাস
'যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি'- উক্তিটি কার লেখা?
আলোচ্য উক্তিটি মধ্যযুগের বিখ্যাত কবি আব্দুল হাকিম রচিত 'বঙ্গবাণী 'কবিতার উদ্ধৃতি।
কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম কবিতা কোনটি?
মুক্তি
'পথের দাবী' উপন্যাসের রচয়িতা কে?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়