বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
শুদ্ধ রুপ- বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ \শ্রেষ্ঠতর এর শুদ্ধ রুপ শ্রেষ্ঠ [তথ্যসূত্রঃ বাংলা একাডেমী]
সম্প্রতি ঢাকার আশেপাশের নদীগুলো নাব্যতা সঙ্কট দেখা দিয়েছে।
সম্প্রতি ঢাকার আশপাশের নদীগুলোতে নাব্যতা সংকট দেখা দিয়েছে।
তার দু'চোখ অশ্রুজলে ভেসে গেল।
তার দু’চোখ অশ্রুতে ভেসে গেল।(৪৪বিসিএস)
আমি, তুমি ও তিনি আম বাগানে যাবেন।
আমি, তুমি ও সে আজ বাগানে যাবো।
ইতিপূর্বে সে আসেনি।
ইতঃপূর্বে সে আসেনি।
ইতঃপূর্বে তিনি আসেননি।
“ক্ষুদ্রঋণ” সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন। [ মান ৫ ]
বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশ প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধা বঞ্চিত। তাদের একমাত্র ভরসা বিভিন্ন এনজিও। বেসরকারি ঋণগ্রহণ সংস্থাগুলো বিভিন্ন এনজিও দ্বারা পরিচালিত আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এই ঋণগ্রহণের মাধ্যমে তারা শুধু দারিদ্র্য দূর করেনি, বরং তারা সামাজিক সচেতনতার বেষ্টনীতেও অবস্থান করছে। সর্বোপরি, ক্ষুদ্রঋণের আর্থিক সচ্ছলতার মাধ্যমে তারা সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পেয়েছে। প্রায় ৩ কোটি ৩০ লাখ গ্রাহকের সমন্বয়ে গড়ে উঠেছে ক্ষুদ্রঋণ পরিবার। সুতরাং, বাংলাদেশের সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীকে প্রয়োজনীয় আর্থিক ও সামাজিক সুযোগ সৃষ্টি করে দেওয়ার মাধ্যমে তাদের জীবনমানের উন্নয়ন করা সম্ভব। আর, এ সকল কারণে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ভূমিকা স্বীকৃত ও প্রতিষ্ঠিত।
মাকাল ফল
মাকাল ফল (অন্ত:সারশূন্য)= তোমার মত মাকাল ফলের কাছে কেউ সাহায্যের আবেদন করবেনা।
পটল তোলা
পটল তোলা(অক্কা পাওয়া/মারা যাওয়া)= শুনলাম, রঘু ডাকাত পটল তুলেছে।
হ-য-ব-র-ল
হ য ব র ল হল সুকুমার রায় রচিত একটি রম্য রচনা।
ডুমুরের ফুল
ডুমুরের ফুল= (অসম্ভব বস্তু) পড়া শুনা নিয়ে ব্যস্ততা তাকে ডুমুরের ফুল বানিয়েছে।
কান কাটা
(বেহায়া ) তোমার মতো কানকাটা লোকের পক্ষেই এমন কাজ করা সম্ভব
শিক্ষার আসল উদ্দেশ্য হলো মানুষকে নিজের ও সমাজের জন্য পুরোপুরি উপযুক্ত করে তোলা। প্রকৃতপক্ষে, শিক্ষার নিহিতার্থ উদ্দেশ্য হলো দেহ, মন ও আত্মা নিয়ে গঠিত সমগ্র সত্তার বিকাশ। এটি এমন এক শিক্ষা, যা একটি শিশুকে সুযোগ প্রদান করে তার সকল সুপ্ত গুণাবলিকে বিকশিত করতে পারে। একজন সুশিক্ষিত মানুষকে বিনয়াবনত, চিন্তাশীল, সৃজনশীল, দয়াশীল, শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল ও সহযোগিতামূলক হতে হবে। শিক্ষার আসল উদ্দেশ্য যদি আত্মিক সৌন্দর্যকে বিকশিত না করে, তাহলে এর কোনও মূল্য নেই।