যুব ও ক্রিড়া মন্ত্রণালয় ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (28-04-2023) || 2023

All

এক কথায় প্রকাশ করুন:
1.

যার উপস্থিত বুদ্ধি আছে

Created: 3 months ago | Updated: 1 day ago

প্রত্যুৎপন্নমতি

এক কথায় প্রকাশ করুন:
2.

যিনি বক্তৃতা দানে পটু

Created: 3 months ago | Updated: 1 day ago

 বাগ্মী

এক কথায় প্রকাশ করুন:
3.

যে শুনেই মনে রাখতে পারে

Created: 3 months ago | Updated: 1 day ago

শ্রুতিধর

এক কথায় প্রকাশ করুন:
4.

সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত

Created: 3 months ago | Updated: 1 day ago

আসমুদ্রহিমাচল

এক কথায় প্রকাশ করুন:
5.

জয়ের জন্য যে উৎসব

Created: 3 months ago | Updated: 1 day ago

 জয়ন্তী

সন্ধি বিচ্ছেদ করুন:
6.

বাগাড়ম্বর

Created: 3 months ago | Updated: 1 day ago

 বাক্ + আড়ম্বর

সন্ধি বিচ্ছেদ করুন:
7.

স্বাগত

Created: 3 months ago | Updated: 1 day ago

সু + আগত

সন্ধি বিচ্ছেদ করুন:
8.

অত্যধিক (অ্যাধিক )

Created: 3 months ago | Updated: 1 day ago

অতি + অধিক

সন্ধি বিচ্ছেদ করুন:
9.

দৈনিক

Created: 3 months ago | Updated: 1 day ago

দৈনিক= দিন + এক 

সন্ধি বিচ্ছেদ করুন:
10.

উদ্যোগ

Created: 3 months ago | Updated: 2 days ago

উৎ + যোগ

অর্থসহ বাক্য গঠন করুন:
11.

চাঁদের হাট

Created: 3 months ago | Updated: 1 day ago

 চাঁদের হাট (আনন্দের প্রাচূর্য): ধনেজনে চৌধুরী সাহেবের সংসার যেন চাঁদের হাট

অর্থসহ বাক্য গঠন করুন:
12.

ব্যাঙের আধুলি

Created: 3 months ago | Updated: 1 day ago

ব্যাঙের আধুলি (সামান্য সম্পদ)- এ সামান্য কটা টাকা ব্যাঙের আধুলি আর কি। 

অর্থসহ বাক্য গঠন করুন:
13.

বর্ণচোরা

Created: 3 months ago | Updated: 1 day ago

বর্ণচোরা (কপট ব্যক্তি)- লোকটা বর্ণচোরা, তার আসল রূপ ধরা যায় না।

অর্থসহ বাক্য গঠন করুন:
14.

তাসের ঘর

Created: 3 months ago | Updated: 1 day ago

তাসের ঘর (ক্ষণস্থায়ী বস্ত্র)- ঠুনকো বন্ধুত্ব স্বার্থের সামান্য আঘাতেই তাসের ঘরের মতো ভেঙে যায়। 

অর্থসহ বাক্য গঠন করুন:
15.

বক ধার্মিক

Created: 3 months ago | Updated: 1 day ago

 বক ধার্মিক (ভণ্ড সাধু): মুখে ধর্মের কথা বললেও লোকটা আসলে বক ধার্মিক। 

Created: 3 months ago | Updated: 1 day ago

অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার/অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।

Created: 3 months ago | Updated: 1 day ago

আমরা উন্নতির মূলে কুঠারাঘাত করিতেছি।

বাক্য শুদ্ধ করে লিখুন:
18.

সকল মানুষেরাই মরনশীল।

Created: 3 months ago | Updated: 1 day ago

সকল মানুষই মরণশীল/ মানুষেরাই মরণশীল।

বাক্য শুদ্ধ করে লিখুন:
19.

দেবী অন্তৰ্ধান হইবেন।

Created: 3 months ago | Updated: 1 day ago

দেবী অন্তর্হিত হইবেন।

বাক্য শুদ্ধ করে লিখুন:
20.

সে স্বাক্ষী দিয়াছে।

Created: 3 months ago | Updated: 1 day ago

সে সাক্ষ্য দিয়াছে। 

২১৩ শব্দ

দুর্নীতি জাতীয় জীবনে সকল উন্নতির অন্তরায়

জাতি, উন্নতি, দুর্নীতি- এ তিনটি শব্দের উচ্চারণের শেষে মিল থাকলেও প্রথমটির জন্য দ্বিতীয়টির যতটা প্রয়োজন, দ্বিতীয়টির জন্য তৃতীয়টি তার চাইতেও বেশি ক্ষতিকর এবং বর্জনীয়। অসৎ বা অবৈধ সুবিধা লাভের জন্য মানুষের পরিচালিত কার্যক্রমের নামকে আমরা ‘দুর্নীতি’ বলে অভিহিত করতে পারি। অপরদিকে, উন্নতি হচ্ছে পরিকল্পিত কার্যক্রম পরিচালনার মাধ্যমে অবস্থার উত্তরণ। সামগ্রিকভাবে, সারাবিশ্বে এটি বিশ্বাস করা হয় যে, দুর্নীতির জাতীয় উন্নতির অন্তরায়। একদিকে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড দুর্নীতির ক্ষেত্র প্রস্তুত করে, অপরদিকে ব্যাপকে দুর্নীতির ফলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। দুর্নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রেও অন্তরায়। ‘বিশ্বব্যাংক’ নামক এক সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠান ‘বাংলাদেশে দুর্নীতি’ বিষয়ে এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করেছে “বাংলাদেশে দুর্নীতির ব্যাপকতা রোধ করা গেলে জিডিপির প্রবৃদ্ধি ২ - ৩ শতাংশ বেড়ে যেত এবং মাথাপিছু আয় দ্বিগুণ হতো।” দুর্নীতি দেশি-বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে একটি অন্যতম বাধা। অপরদিকে, দুর্নীতি এবং দারিদ্র, জাতীয় জীবনের দুটি দুষ্টচক্রের সৃষ্ট সমস্যা। দারিদ্র্য অনেক ক্ষেত্রে দুর্নীতিকে সহায়তা করছে, আবার দুর্নীতির ফলে আমার দারিদ্র্যের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারছি না। সর্বোপরি স্বাস্থ্য, শিক্ষাসহ মানব উন্নয়নের বিভিন্ন খাতে সরকারি-বেসরকারি পর্যায় থেকে বরাদ্দকৃত অর্থের ৭৫ ভাগই রাজনীতিবিদ, আমলাতন্ত্রবাদীরা, ও দুর্নীতিবাজরা আত্মসাৎ করছে বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রণীত রিপোর্টে উঠে এসেছে। সুতরায়, দুর্নীতি, উন্নতির সকল ক্ষেত্রে অভিশাপ হিসেবে বিরাজ করে উন্নতির ক্ষেত্রে মারত্মক অন্তরায় সৃষ্টি করছে। তাই, সরকার, মুসলিম রাজনীতিবিদ ও জনগণের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এদেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে হবে। তবেই এদেশে সোনালি সুদিন ও সুখি ভবিষ্যৎ সুনিশ্চিত হবে।

Related Sub Categories