তদন্ত
তদন্ত = তৎ + অন্ত
মুখচ্ছবি
মুখচ্ছবি = মুখ+ছবি
সজ্জন
সজ্জন = সৎ+জন
অহংকার
অহংকার = অহম্+ কার
সংগীত
সংগীত = সম্+গীত
উপকারীর উপকার যে স্বীকার করে,
উপকারীর উপকার যে স্বীকার করে = কৃতজ্ঞ
নষ্ট হওয়াই স্বভাব যার
নষ্ট হওয়াই স্বভাব যার = নশ্বর
যা জলে ও স্থলে চরে
যা জলে ও স্থলে চরে = উভচর
হনন করার ইচ্ছা
হনন করার ইচ্ছা = জিঘাংসা
যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে
যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে = পরগাছা
অগ্র
অগ্ৰ = পশ্চাৎ - সে আমার পশ্চাতে গমন করিলো।
আকাশ
আকাশ = পাতাল - বাংলাদেশে পাতাল ট্রেন চালু হবে
কোমল
কোমল = কর্কশ - তার মুখে কর্কশ বাক্য শুনে আমি অবাক!
তিক্ত
তিক্ত = মধুর - কোকিল মধুর কণ্ঠে গান করছে।
অর্থ
অর্থ = অনর্থ -অর্থ অনর্থের মূল।