তাল পাতার সেপাই
তাল পাতার সেপাই= ক্ষীণজীবী লোক, অতি দুর্বল
গোকুলের ষাঁড়
অকমর্ণ্য লোক
তোমার মত গোকুলের ষাঁড় দিয়ে এ কাজ হবে না।
অন্তর টিপুনি
অন্তর টিপুনি= অজ্ঞাতে কারো মনে গোপনে আঘাত করা ।
অন্তর টিপুনি স্বভাবের জন্য অনেক সময় বন্ধুতের ফাটল ধরায়।
নিরানব্বইয়ের ধাক্কা
নিরানব্বইয়ের ধাক্কা= সঞ্চয়ের প্রবৃত্তি
এমনই তার নিরানব্বইয়ের ধাক্কা যে, ছেলের অসুখেও সে টাকা খরচ করতে চায় না
শকুনি মামা
শকুনী মামা (কুচক্রী):
তুমি এই শকুনি মামার সঙ্গ ছাড়া নচেৎ সর্বশান্ত হবে ভায়া।
অরণ্যক
আরণ্যক বিখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১৮৯৪-১৯৫০) রচিত চতুর্থ উপন্যাস। ১৯৩৯ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
অসমাপ্ত আত্মজীবনী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
নীলদর্পণ
দীনবন্ধু মিত্র
সঞ্চিতা
কাজী নজরুল ইসলাম
প্রদোষে প্রাকৃতজন
প্রদোষে প্রাকৃতজন শওকত আলী রচিত একটি বাংলা ভাষার ঐতিহাসিক উপন্যাস
মুমুর্ষু
মুমূর্ষু
বিভিষিকা
বিভিষিকা এর শুদ্ধ বানান হলো বিভীষিকা
সমিচিন
সমীচীন
নির-বিচ্ছিন্ন
দারীদ্রতা
দারীদ্রতা = দরীদ্রতা
বিদ্যালয়
‘বিদ্যালয়’ এর সন্ধি বিচ্ছেদ- বিদ্যা + আলয়
বিশেষজ্ঞ
বিশেষজ্ঞ = বিশেষ + অজ্ঞ! হলে শব্দটি হবে, 'বিশেষ্+অ+অজ্ঞ= বিশেষাজ্ঞ'। কারণ: অ+অ=আ। যায়।
অত্যন্ত
অত্যন্ত = অতি + অন্ত
তন্বী
তনু + ঈ
সংস্কৃত