পর্যন্ত
পর্যন্ত = পরি + অন্ত
পবিত্র
পবিত্র = পো + ইত্র
সংখ্যা
সংখ্যা = সম্+ খ্যা
কথোপকথন
কথোপকথন = কথা + উপকথন
ষষ্ঠ
ষষ্ঠ = ষষ্+ থ
যে আঘাত পায়নি
যে আঘাত পায়নি= অনাহত
যা বাস্তু থেকে উৎখাত হয়েছে
যা বাস্তু থেকে উৎখাত হয়েছে= উদ্ধাস্তু
অন্য ভাষায় রূপান্তরিত
অন্য ভাষায় রূপান্তরিত= অনূদিত
ভবিষ্যৎ না ভেবেই কাজ করে যে
ভবিষ্যৎ না ভেবেই কাজ করে যে = অবিমৃষ্যকারী
বাঘের চামড়া
বাঘের চামড়া =কৃত্তি
উচ্ছিন্ন
উচ্ছিন্ন = ছিন্নকে অতিক্রান্ত - অব্যয়ীভাব সমাস
দেশে-বিদেশে
দেশে-বিদেশে = দেশে ও বিদেশে - দ্বন্দ্ব সমাস
গাছপাকা
গাছপাকা = গাছে পাকা - ৭মী তৎপুরুষ সমাস
প্রবচন
প্রবচন = প্র (প্রকৃষ্ট) যে বচন - প্রাদি সমাস
অকাতর
অকাতর শব্দটি নঞ তৎপুরুষ সমাস
নঞ্ তৎপুরুষ সমাস
যেমন: না আচার= অনাচার, না কাতর= অকাতর। এরূপ- অনাদর, নাতিদীর্ঘ, নাতিখর্ব, অভাব, বেতাল ইত্যাদি। খাঁটি বাংলায় অ, আ, না কিংবা অনা হয়। যেমন: না কাল= অকাল বা আকাল।
দৈন্যতা
দৈন্যতা = দৈন্য/ দীনতা
মনীষি
মনীষি = মনীষী
আবশ্যকীয়
আবশ্যকীয় = আবশ্যক
শ্বাশত
শ্বাশত = শাশ্বত
প্রতিতি
প্রতিতি = প্রতীতি
যত
যত = তত
কৃশ
কৃশ = স্থুল
সমস্ত
সমস্ত শব্দের বিপরীত শব্দ হলো- অল্প/সামান্য/অর্ধেক
হাল
হাল = সাবেক
ভূত
ভূত = ভবিষ্যৎ