স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না।
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. এপিজে আব্দুল কালামের এই উদ্ধৃতিটি একটি স্বপ্ন কতটা শক্তিশালী হতে পারে এবং তা আমাদের জীবনে কী রকম প্রভাব ফেলে সে সম্পর্কে মনে করিয়ে দেয়। আব্দুল কালামের মতে, একটি স্বপ্ন শুধু ঘুমের সময় অনুভব করা একটি ক্ষণস্থায়ী চিন্তা বা দৃষ্টি নয়, বরং তা এমন কিছু যা আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং আমাদের জীবনকে গঠন করার ক্ষমতা রাখে।
কালামের মতে, একটি সত্যিকারের স্বপ্ন এমন কিছু যা আমাদের অনুপ্রাণিত করার ক্ষমতা রাখে, আর ঘুম থেকে জেগে উঠলে এটি আমাদের সাথে রয়ে যায়। এটি যেসব বিষয়ে আমরা উত্সাহী সেই লক্ষ্য অর্জন না করা পর্যন্ত আমাদের বিশ্রাম দেয় না। একটি স্বপ্ন - যার এই ধরনের শক্তি আছে, সেটা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে, সেই সাথে আমাদের ভবিষ্যতকে ইতিবাচক রূপ দিতে পারে।
সামগ্রিকভাবে, এই উদ্ধৃতিটি আমাদের আবেগকে অনুসরণ করার এবং আমাদের জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে - এমন স্বপ্নগুলিকে ধরে রাখার জন্য একটি উদাহরণ। শুধু তা-ই নয়, এটি আমাদেরকে একটি কর্মময় জীবনের দিকে আহবান করে, আমাদের লক্ষ্যের দিকে কাজ করার জন্য উৎসাহ দেয়, আর, আমরা যেন এমন কাজ করি যাতে করে আমাদের স্বপ্নগুলি পূর্ণ হয় সেই দিকে আমাদের নিয়ে যায়। আমাদের মনে রাখতে হবে যে, কোন কাজ যতই কঠিন মনে হোক না কেন, আমাদের মাঝে কোনক্রমেই ‘হাল ছেড়ে দেওয়ার’ মানসিকতা গড়তে দেওয়া যাবে না।
হিংস্র ঊর্মি ফণা তুলি, বিভীষিকা-মূর্তি ধরি যদি গ্রাসিবারে আসে, সে মৃত্যু লঙ্ঘিয়া যাব সিন্ধুপারে নবজীবনের নবীন আশ্বাসে।
বিধী লঙ্ঘন হয়েছে
বিধি লঙ্ঘন হয়েছে।
= বিধি লঙ্ঘিত হয়েছে
ঝর্ণা ! ঝর্ণা ! সুন্দরী ঝর্ণা !
ঝর্না ঝর্না সুন্দরী ঝর্না ।
= ঝর্ণা! সুন্দরী ঝর্ণা!
তাহারা সকলেই রাস্তা দিয়ে এলো
আমি রবিন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলী পড়েছি।
আমি রবিন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলী পড়েছি।
= আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতান্জলি পড়েছি
তারা শব পোড়াইতে গেল
তারা শব পোড়াইতে গেল। = তারা শবদাহ করতে গেল।
আমার বড় দুরাবস্তা
আমার বড় দুরাবস্থা = আমার বড় দুরবস্থা
মস্তকের আচ্ছাদন
মস্তকের আচ্ছাদন এক কথায় প্রকাশ মাথাল
যা বলা হয়নি।
যা বলা হয়নি = অনুক্ত
বৃষ্টির জল ।
বৃষ্টির জল = শীকর
ফেলে দেওয়ার যোগ্য
ফেলে দেওয়ার যোগ্য = ফেলনা
ভ্রমরের শব্দ
ভ্রমরের শব্দ= গুঞ্জন
অনুসরণ করে যে
অনুসরণ করে যে = অনুসারী।
আজকাল সব জিনিসই দুর্লভ।
জ্ঞানপাপীকে সকলেই ঘৃণা করে।
সত্য কথা না বলে বিপদে পড়েছ।
মরতে না চাইলে দলিলে সই কর।
যে দরিদ্র, তাকে সাহায্য কর।
সে বললো , "আমার ভাই আজই ঢাকা যাচ্ছে"
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি করে গীতিনাট্য ও নৃত্যনাট্য এর নাম উল্লেখ করুন।
কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতা প্রথম কোন সালে প্রকাশিত হয়। এটি কোন কাবা হচ্ছেন অন্তর্গত?
'জীবন কথা' ও 'উপদেশ' এর রচয়িতার নাম লিখুন ।
আগুনের মেঘে-এর লেখক কে? এটি কোন ধরনের রচনা?
কাজী মোতাহার হোসেন এর প্রথম ও বিখ্যাত প্রবন্ধ সংকলন কোনটি? এটি কত সালে প্রকাশিত হয়।
জহির রায়হান কোন সাহিত্য কর্মের জন্য আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন। তার বিখ্যাত গল্পগ্রন্থের নাম লিখুন।
ড. মুহম্মদ শহীদুল্লাহ এর দুইটি শিশুতোষ গ্রন্থের নাম লিখুন।
শ্রীকলা কোন ধরনের উপন্যাস? ঢাকা বিশ্ববিদ্যালয় শরত্তন্ত্র চট্টোপাধ্যায়কে কোন উপাধিতে ভূষিত করে।
কবি জসীমউদদীন ও কবি জীবনানন্দ দাশ এর সাহিত্যের সাথে জড়িত একটি করে নদীর নাম লিখুন ।
আলাউদ্দিন আল আজাদ এবং মুনীর চৌধুরী এর প্রথম নাটক কী কী ?
মুনীর চৌধুরী (২৭ নভেম্বর ১৯২৫ - ১৪ ডিসেম্বর ১৯৭১) ছিলেন একজন বাঙালি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী, বাগ্মী এবং বুদ্ধিজীবী। তার রচিত কবর (রচনাকাল ১৯৫৩, প্রকাশকাল ১৯৬৬) পূর্ববাংলার প্রথম প্রতিবাদী নাটক।
জগন্নাথ কলেজে থাকাকালীন সময়ে ১৯৫৮ সালে প্রকাশিত হয়েছিল আলাউদ্দিন আল আজাদের প্রথম নাটক "মরক্কোর জাদুকর"।