বাংলাদেশ তাঁত বোর্ড বস্ত্র ও পাট মন্ত্রাণালয় || ফিল্ড সুপারভাইজার (15-09-2023) || 2023

All

বৃক্ষরোপণ করা জরুরি।

জলাভূমিকে বলা হয়ে থাকে পরিবেশের রক্ত (Blood)। অথচ আমাদের জলাভূমিসমূহ দিনদিন ভরাট হচ্ছে, বিলুপ্তি ঘটছে। কিছু অসাধু লোক এগুলোতে বিভিন্ন রকম স্থাপনা, বিনোদন কেন্দ্র, খামার ও খামারবাড়ি তৈরি করছে। যার ফলে আমাদের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। জলাভূমির রক্ষার মাধ্যমে, বর্ষাকালের বৃষ্টির পানি, উজানের পানি, আন্তর্জাতিক নদী বা অন্য দেশের ওপর দিয়ে আসা পানিকে ধরে রাখা ও সংরক্ষণ করা যেতে পারে। ফলে পরিবেশের উষ্ণতা কমানো যেতে পারে।

পরিকল্পিত নগরায়ণ :অপরিকল্পিত নগরায়ণ, নিচুভূমি ও জলাভূমিকে উন্নয়ন করে নগরায়ণের পরিকল্পনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এর ফলে প্রাকৃতিক পানি নিষ্কাশন পদ্ধতি ও ওয়াটার টেবিল ধ্বংস হচ্ছে, যা পানির ঘাটতি তৈরি করে থাকে। পানির সংরক্ষণ বা ধরে রাখার জায়গা নষ্ট হলে পরিবেশের উষ্ণতার ওপর এর প্রভাব পড়বে। কোন শিল্পপ্রতিষ্ঠান কোন ধরনের গ্রিন হাউজ গ্যাস উত্পাদন করছে, সে বিষয়ে বিশ্বব্যাপী মনিটরিংয়ের অভাব রয়েছে। সেজন্য শিল্পের ওপর মনিটরিং ও তদারকি বৃদ্ধি করতে হবে। যে প্রতিষ্ঠানগুলো পরিবেশবান্ধবভাবে চলছে না, সেগুলো বন্ধ করতে হবে। এছাড়া অপরিকল্পিত ব্যারেজ, বাঁধ, ব্রিজ ও কালভার্ট তৈরি করার কারণে অনেক নদী-খাল ও জলাশয় ভরাট হয়ে যাচ্ছে, সেগুলো আর পানি ধরে রাখতে পারে না। ঐগুলো ড্রেজিং করে নাব্য ও গভীরতা ফিরিয়ে আনা যেতে পারে। অপরিকল্পিত ব্যারেজ, বাঁধ, ব্রিজ ও কালভাট নির্মাণ বন্ধ করতে হবে এবং সমন্বিতভাবে বিভিন্ন দেশকে একত্রে কাজ করতে হবে।

পৃথিবীব্যাপী বৃক্ষনিধন বন্ধ করে ব্যাপক মাত্রায় বনায়ন করতে হবে। এক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে বনায়ন, সামাজিক বনায়ন, পারিবারিক বনায়ন, ছাদকৃষি, আঙিনাকৃষি ও সব পর্যায়ে ব্যাপকভাবে বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা যেতে পারে। যার ফলে কার্বন ডাইঅক্সাইড শোষণ বৃদ্ধি পাবে ও তাপমাত্রা কমে আসবে।

বর্তমানে বৈশ্বিক ও বাংলাদেশের যে তাপমাত্রা বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে, সেজন্য প্রাকৃতিক কারণ যদিও কিছু রয়েছে কিন্তু মানবসৃষ্ট কারণই মুখ্য ভূমিকা পালন করছে। বিশ্বের নেতাদের এবং নীতিনির্ধারকদের আরো সতর্ক, সচেতন হতে হবে। সর্বোপরি সবার পরিবেশকে ভালোবাসতে হবে। তাহলেই বৈশ্বিক উষ্ণতা কমবে এবং আমরা একটি সবুজ পরিবেশ ফিরে পাব।

এক কথায় প্রকাশ করুন:
2.

ভোজন করার ইচ্ছা

Created: 3 months ago | Updated: 9 hours ago

ভোজন করার ইচ্ছা - বুভুক্ষা।

এক কথায় প্রকাশ করুন:
3.

যুদ্ধ থেকে যে বীর পালায় না

Created: 3 months ago | Updated: 9 hours ago

যুদ্ধ থেকে যে বীর পালায় না – সংশপ্তক ।

এক কথায় প্রকাশ করুন:
4.

দিনে একবার আহার করে যে

Created: 3 months ago | Updated: 8 hours ago

দিনে একবার আহার করে যে – একাহারী

এক কথায় প্রকাশ করুন:
5.

উপকারীর অপকার করে যে

Created: 3 months ago | Updated: 10 hours ago

উপকারীর অপকার করে যে – কৃতঘ্ন

এক কথায় প্রকাশ করুন:
6.

যে নারী বীর

Created: 3 months ago | Updated: 8 hours ago

যে নারী বীর- বীরাঙ্গনা

সন্ধি বিচ্ছেদ করুনঃ
7.

ভাবুক

Created: 3 months ago | Updated: 11 hours ago

ভাবুক = ভৌ + উক 

সন্ধি বিচ্ছেদ করুনঃ
8.

স্বল্প

Created: 3 months ago | Updated: 9 hours ago

স্বল্প = সু + অল্প।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
9.

নিরাকার

Created: 3 months ago | Updated: 11 hours ago

নিরাকার = নিঃ + আকার

সন্ধি বিচ্ছেদ করুনঃ
10.

মুক্ত

Created: 3 months ago | Updated: 13 hours ago

মুক্ত = মুচ্ + ক্ত

সন্ধি বিচ্ছেদ করুনঃ
11.

ব্যথাতুর

Created: 3 months ago | Updated: 9 hours ago

 ব্যথাতুর = ব্যথা + আতুর

বিপরীত শব্দ লিখুন
12.

অবনত

Created: 3 months ago | Updated: 10 hours ago

অবনত - উন্নত

বিপরীত শব্দ লিখুন
13.

আকুঞ্চন

Created: 3 months ago | Updated: 6 hours ago

আকুঞ্চন – প্রসারণ

বিপরীত শব্দ লিখুন
14.

তস্কর

Created: 3 months ago | Updated: 6 hours ago

তস্কর - সাধু

বিপরীত শব্দ লিখুন
15.

বন্ধু

Created: 3 months ago | Updated: 8 hours ago

বন্ধু - শত্রু

বিপরীত শব্দ লিখুন
16.

হাল

Created: 3 months ago | Updated: 8 hours ago

হাল- সাবেক

Related Sub Categories