সংহার
সংহার = সম্+ হার। (ব্যঞ্জন সন্ধি)
দুঃশাসন
দুঃশাসন = দুঃ+ শাসন। (নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি )
স্বৈর
স্বৈর = স্ব + ঈর। (নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি )
পদস্খলন
পদস্খলন = পদঃ + স্থলন। ( বিসর্গ সন্ধি )
স্বামী-স্ত্রী
স্বামী-স্ত্রী স্বামী ও স্ত্রী। (দ্বন্দ্ব সমাস)
ক্ষুধানল
ক্ষুধানল = ক্ষুধা রূপ অনল। (রূপক কর্মধারয়)
যুবজানি
যুবজানি = যুবতী জায়া যার। (বহুব্রীহি সমাস)
শাঁখের করাত
শাঁখের করাত (উভয় সংকট) = বড় সাহেবের কাছে হ্যাঁ বললেও বিপদ, না বললেও বিপদ ঠিক যেন শাঁখের করাত।
এলেবেলে
এলেবেলে (নিকৃষ্ট) =এলেবেলে খেলা দেখতে ভালো লাগে না।
চোখের বালি
চোখের বালি (অপ্রিয় ব্যক্তি) = ছেলেটি সৎ মায়ের চোখের বালি, হাঁটতে-বসতে গালমন্দ করে।
মৃত্তিকা দিয়ে তৈরি
মৃত্তিকা দিয়ে তৈরি - মৃন্ময়।
শুভক্ষণে জন্ম যার
শুভক্ষণে জন্ম যার - ক্ষণজন্মা
নূপুরের ধ্বনি
নূপুরের ধ্বনি - নিক্বণ
জ্যোৎস্না
জোৎস্না - জ্যোৎস্না।
গড্ডালিকা
গড্ডালিকা - গড্ডলিকা
ঐক্যমত্য
ঐক্যমত্য - ঐকমত্য
অংস ও অংশ
অংস - কাঁধ বা স্কন্ধ
অংশ - ভাগ
বিজন ও বীজন
বিজন - নির্জন স্থান
ৰীজন - পাখা
উর্বর
উর্বর - অনুর্বর
স্থাবর
স্থাবর - জঙ্গম বা অস্থাবর
'মৈমনসিংহ গীতিকা' এর শতবর্ষ ২০২৩ সালে পালন করা হবে
বালা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি ও কি কি? উত্তর: ১০টি। যথা- এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ, ং, ঃ,
যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায়, সেগুলোকে নির্দেশক বলে। যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস 'শেষের কবিতা'