বাংলাদেশ ট্যুরিজম বোর্ড || অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (01-12-2023) || 2023

All

Created: 6 months ago | Updated: 1 day ago

'স্মার্ট ট্যুরিজম' শ্রীমঙ্গল তথা সিলেট বিভাগের অন্যতম শীর্ষস্থানীয় আর্ন্তজাতিক মানের একটি দেশিয় ট্যুরিজম কোম্পানী। 'স্মার্ট ট্যুরিজম' সম্মানিত পর্যটকদের মূল্যবান সময়ের কথা বিবেচনা করে ডে ট্যুরের মাধ্যমে 'চায়ের রাজধানী' ও পর্যটক নগরী শ্রীমঙ্গলের দর্শনীয় স্থান পরিদর্শনের প্যাকেজ ট্যুর এর ব্যবস্থা করে থাকে।

টিকা লিখুনঃ
2.

গ্রাম পর্যটন

Created: 6 months ago | Updated: 4 days ago

কোন গ্রামকে পর্যটনের উদ্দেশ্যে পর্যটন অনুগন্তব্য হিসেবে রূপান্তর করলেই তাকে পর্যটন গ্রাম বলা যায়। অর্থাৎ গ্রামটিকে গতানুগতিকতার বাইরে একটু ভিন্ন ভাবে সাজাতে হবে যাতে পর্যটক এসে তার প্রয়োজনীয় সুযোগ সুবিধা পায় সেই সঙ্গে সেখানকার জীবনধারা উপোভোগ করতে পারে।

টিকা লিখুনঃ
3.

রামসার সাইট

Created: 6 months ago | Updated: 4 days ago

২ ফেব্রুয়ারি, ১৯৭১ ইরানের রামসার শহরে অনুষ্ঠিত সম্মেলনে পৃথিবীর জলাভূমি বিষয়ে প্রথম আন্তর্জাতিক মনোযোগ তৈরি হয়। এতে পৃথিবীর গুরুত্বপূর্ণ জলাভূমিগুলোকে তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু হয়। ২১ মে, ১৯৯২ বাংলাদেশের প্রথম রামসার অঞ্চল হিসেবে তালিকাভুক্ত হয় সুন্দরবন।

টিকা লিখুনঃ
4.

ব্লু ট্যুরিজম

Created: 6 months ago | Updated: 5 days ago

ব্লু ইকোনমিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মেরিন ও কোস্টাল ট্যুরিজম, যা ব্লু ট্যুরিজম নামে পরিচিত। 

টিকা লিখুনঃ
5.

টেকসই পর্যটন

Created: 6 months ago | Updated: 5 days ago

পর্যটক, পর্যটন শিল্প ও মৌলিক পরিবেশগত প্রক্রিয়া বজায় রাখে টেকসই পর্যটন। এটি বর্তমান এবং ভবিষ্যত চাহিদা বিবেচনা করে প্রাকৃতিক ঐতিহ্য ও জীববৈচিত্র্য রক্ষায় সহায়তা করে।

Related Sub Categories