সংযম
সংযম = সম্+যম
উত্থান
উত্থান = উৎ+স্থান
পুনরায়
পুনরায় = পুনঃ+আয়
দুর্যোগ
দুর্যোগ = দুঃ+যোগ
শিরচ্ছেদ
শিরচ্ছেদ = শিরঃ + ছেদ
কাঁচা অথবা মিঠা
কাঁচা অথবা মিঠা = কর্মধারায় সমাস
মহান যে নবী
মহান যে নবী = কর্মধারায় সমাস
দুধে ভাতে
দুধে ভাতে = অলুক দ্বন্দ্ব সমাস
বিলাত থেকে ফেরত
বিলাত থেকে ফেরত = পঞ্চমী তৎপুরুষ সমাস
তিন ফলের সমাহার
তিন ফলের সমাহার = দ্বিগু সমাস
অগ্নিপরীক্ষা
অগ্নিপরীক্ষা (কঠিন পরীক্ষা) জাতিকে এ অগ্নি পরীক্ষায় উত্তীণ হতে হবে ভয় পেলে চলবে না।
আকাশ কুসুম
আকাশ কুসুম (অসম্ভব জিনিস) মূর্খরাই শুধু আকাশ কুসুম কল্পনা করে।
কান পাতলা
কান পাতলা (সহজে বিশ্বাসপ্রবণ): তুমি তো কানপাতলা যে যাই বলে তাই বিশ্বাস কর।
গোড়ায় গলদ
গোড়ায় গলদ (শুরুতেই ভুল) অঙ্ক মিলবে কী ভাবে সবকিছু তো গোড়ায় গলদ।
একচোখা
একচোখা (পক্ষপাতদুষ্ট): সন্তানদের সাথে একচোখা ভাব রাখা উচিত নয়।
পাশে বসিয়াই পড়া করিতেছিল ছোট ভাই সাম্য। কবিতার কথাগুলি কানে গেল। তা-ই তো, ভোর হইলেই পাখি ডাকিয়া উঠে। ঘুম ভাঙ্গিয়া যায়। চোখের পাতা তখনো নির্মীলিত। আলস্য ভাঙ্গিয়া ঘুম হইতে উঠিতেই হয়।
= পাশে বসেই পড়া করছিল ছোট ভাই সাম্য। কবিতার কথাগুলো কানে গেল। তাই তো ভোর হলেই পাখি ডেকে উঠে। ঘুম ভেঙ্গে যায়। চোখের পাতা তখনো নিমীলিত। আলস্য ভেঙ্গে ঘুম হতে উঠতেই হয়।