ছায়ানট কোন ধরনের সাহিত্য কর্ম?
ছায়ানট কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। এই গ্রন্থটি বর্মণ পাবলিশিং হাউস, ১৯৩ কর্ণওয়ালিশ ষ্ট্রীট, কলকাতা হতে ১৯২৫ খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়। প্রকাশক ছিলেন ব্রজবিহারী বর্মণরায়। এতে রয়েছে নজরুলের ৫০টি কবিতা।
সংবাদ
সংবাদ = সম্ + বাদ
দেবর্ষি
দেবর্ষি = দেব+ঋষি
যা পোঁতা হয়েছে
যা পোঁতা হয়েছে = প্রথিত
যা বলার যোগ্য নয়
যা বলার যোগ্য নয় = অকথ্য
অর্থ লিখুন- ননীর পুতুল
ননীর পুতুল = শ্রমবিমুখ
অগ্রজ
অগ্রজ = অনুজ
সুন্দর
সুন্দর = কুৎসিত/অসুন্দর
কারক ও বিভক্তি নির্ণয় করুন- কুকর্মে বিরত হও
কুকর্মে বিরত হও। = অপাদানে ৭মী
সংশপ্তক উপন্যাসের লেখক কে?
সংশপ্তক উপন্যাসের লেখক শহীদুল্লাহ কায়সার
রেস্তোরাঁ, হরতন শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে?
রেস্তোরা ফরাসি শব্দ, হরতন-ওলন্দাজ শব্দ
নির্জলা
নির্জলা = নাই জল যাহাতে -বহুব্রীহি
রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি শব্দটির ব্যাসবাক্য রাষ্ট্রের পতি, ষষ্ঠী তৎপুরুষ সমাস।
শুদ্ধ করে লিখুন- ছেলেটি ভয়ানক মেধাবী।
ছেলেটি ভয়ানক মেধাবী।
= ছেলেটি খুব/অত্যন্ত মেধাবী