গুড়েবালি
গুড়ে বালি (আশায় নৈরাশ্য)ঃ সরকারি চাকরি পাওয়াটা আমার জন্য গুড়ে বালি নয়।
হাতের পাঁচ
হাতের পাঁচ = শেষ সম্বল
উড়নচন্ডী
উড়নচন্ডী = অমিতব্যয়ী
আঙুল ফুলে কলাগাছ
আঙ্গুল ফুলে কলাগাছ = হঠাৎ বড়লোক/ধনী হওয়া
ইঁদুর কপালে
ইঁদুর কপালে = নিতান্ত মন্দভাগ্য
অল্প কথা বলে যে
অল্প কথা বলে যে = মিতভাষী
আমিষের অভাব
আমিষের অভাব = নিরামিষ।
আকাশে চড়ে যে
আকাশে চড়ে যে = খেচর; আকাশচারী।
হরিণের চামড়া
হরিণের চামড়া = অজিন।
কণ্ঠ পর্যন্ত
কন্ঠ পর্যন্ত =আকন্ঠ।
আদি
আদি = অন্তিম।
অজ্ঞ
অজ্ঞ = বিজ্ঞ/ প্রাজ্ঞ/ জ্ঞানী।
গৃহী
গৃহী = সন্ন্যাসী।
অনুকুল
অনুকূল = প্রতিকূল।
আবির্ভাব
আবির্ভাব = তিরোভাব/তিরোধান।
গবেষণা
গো+এষণা= গবেষণা
ছাত্র
ছাত্র = ছাত্র + অ
সংকল্প
সম্+কল্প= সংকল্প
জনৈক
জনৈক = জন্ + এক
সংবাদ
সংবাদ = সম্ + বাদ
শ্রদ্ধাঞ্জলী
শ্রদ্ধাঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি
ব্যাতিত
ব্যাতিত = ব্যতিত
ইতিমধ্যে
ইতিমধ্যে = ইতোমধ্যে
পিপিলীকা
পিপিলীকা = পিপীলিকা
সমিচীন
সমিচীন = সমীচীন