পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটিকে আমরা মে দিবস বলেও জানি। শ্রমিকদের সম্মানে মে দিবসে জাতীয় ছুটির দিন হিসেবে পালন করে বিশ্বের প্রায় ৮০টি দেশ। কিন্তু যাদের নিয়ে এই দিবস তারা এই সম্পর্কে কতটা অবগত? অনেক শ্রমিক জানেনই না এর ইতিহাস। প্রতিবছর একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে মে দিবস উদ্যাপন করা হয়। ২০২৩ সালের প্রতিপাদ্য বিষয় হল- "শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি"।
লেজে গোবরে
লেজে গোবরে = বিশৃঙ্খলা করা
অকাল কুষ্মান্ড
অকাল কুষ্মাণ্ড - অকেজো
ছ-কড়া ন-কড়া
ছ-কড়া ন-কড়া= সস্তা দর
কংস মামা
কংস মামা = নির্মম আত্নীয়
সাপের পাঁচ পা দেখা
সাপের পাঁচ পা দেখা = অহংকার করা
যা নিবারণ করা কষ্টকর
যা নিবারণ করা কষ্টকর-দুর্নিবার
অনায়াসে যা লাভ করা যায়
অনায়াসে যা লাভ করা যায়- সহজলভ্য
নৌকা চলাচলের যোগ্য
নৌকা চলাচলের যোগ্য- নাব্য
যার উপস্থিত বুদ্ধি আছে
যার উপস্থিত বুদ্ধি আছে-প্রতুৎপন্নমতি
একই সময়ে বর্তমান
একই সময়ে বর্তমান-সমসাময়িক
অগ্র
অগ্র-পশ্চাৎ
পদস্থ
পদস্থ-নিম্নস্থ
সংশয়
সংশয়- প্রত্যয়
তিমির
তিমির-আলোক
উৎকৃষ্ট
উৎকৃষ্ট- অপকৃষ্ট