নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখুন (ক-ঙ):
1.

কেবলমাত্র প্রতিযোগীরাই মঞ্চে আসবে।

Created: 3 months ago | Updated: 1 day ago

কেবলমাত্র প্রতিযোগীরাই মঞ্চে আসবে। = কেবল প্রতিযোগীরাই মঞ্চে আসবে।

নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখুন (ক-ঙ):
2.

তার কনিষ্ঠতম কন্যা দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত।

Created: 3 months ago | Updated: 1 day ago

তার কনিষ্ঠতম কন্যা দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত। = তার কনিষ্ঠ কন্যা দুরারোগ্যে আক্রান্ত

নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখুন (ক-ঙ):
3.

আজকাল সব ছাত্রছাত্রীগণ অমনোযোগী।

Created: 3 months ago | Updated: 1 day ago

আজকাল সব ছাত্রছাত্রীগণ অমনোযোগী। = আজকাল সকল ছাত্র-ছাত্রী অমনযোগী

নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখুন (ক-ঙ):
4.

আর আমার বাঁচিবার স্বাদ নাই।

Created: 3 months ago | Updated: 21 hours ago

আর আমার বাঁচিবার স্বাদ নাই। = আমার আর বাঁচার স্বাদ নেই।

নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখুন (ক-ঙ):
5.

নীরোগী লোক প্রকেতপক্ষে সুখি।

Created: 3 months ago | Updated: 1 day ago

নীরোগী লোক প্রকেতপক্ষে সুখি। = নীরোগ লোক প্রকৃতপক্ষে সুখী।


6.

সারাংশ লিখুনঃ

প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা ব্যর্থতায় পর্যবসিত হয়। তখন পরীক্ষায় পাসটাই বড় হয় এবং পাঠ্যপুস্তকের পৃষ্ঠায় জ্ঞান সীমাবৃদ্ধ থাকে। এই কারণেই পরীক্ষায় পাস করা লোকের অভাব নেই আমাদের দেশে, কিন্তু অভাব আছে জ্ঞানীর। যেখানেই পরীক্ষা-পাসের মোহ তরুণ ছাত্রছাত্রীদের উৎকণ্ঠিত রাখে, সেখানেই জ্ঞান নির্বাসিত জীবনযাপন করে। একটি স্বাধীন জাতি হিসেবে জগতের বুকে অক্ষয় আসন লাভ করতে হলে জ্ঞানের প্রতি তরুণসমাজকে অনুপ্রাণিত করতে হবে। সহজ লাভ আপাতত সুখের হলেও পরিণামে কল্যাণ বহন করে না। পরীক্ষা পাসের মোহ থেকে মুক্ত না হলে তরুণ সমাজের সামনে কখনোই জ্ঞানের দিগন্ত উন্মোচিত হবে না।

Created: 3 months ago | Updated: 2 days ago

শিক্ষার প্রধান উদ্দেশ জ্ঞান অর্জন করা। কিন্তু কেবল পাঠ্য বই ও পরীক্ষা পাস নির্ভর হলে সে শিক্ষা ফলপ্রসূ হয় না। তা জ্ঞানী ও গুণীর জন্ম দিতে পারে না। দেশ ও জাতির উন্নতির  জন্য আমাদের প্রয়োজন তরুনসমাজকে  জ্ঞানের সাধনায় অনুপ্রাণিত করা। প্রথমে কষ্টকর হলেও পরিনামে তা তরুন্সমাজকে আলোকিত করবে এবং তাদের জ্ঞানের দুয়ার খুলে যাবে। 

Related Sub Categories