অন্তিমকাল উপস্থিত যার
অন্তিমকাল উপস্থিত যার - মুমুর্ষু।
আপনাকে কৃতার্থ মনে করেন যিনি
আপনাকে কৃতার্থ মনে করেন যিনি - কৃতার্থম্মন্য।
কৃত্তিকার পুত্র
'কৃত্তিকার পুত্র' এর এক কথায় প্রকাশ হল কার্তিকেয়।
চতুরঙ্গ সেনাবিশিষ্ট বাহিনী
চতুরঙ্গ সেনাবিশিষ্ট বাহিনী = অক্ষৌহিণী
তামার বিষ
তামার বিষ (অর্থের কুপ্রভাব): তোমাকে তামার বিষে পেয়েছে বলে মানুষকে মানুষ মনে কর না।
দক্ষযজ্ঞ
দক্ষযজ্ঞ = ব্যাপক আয়োজন। = চৌধুরী বাড়িতে বিবাহের হৈ চৈ পড়েছে, যেন দক্ষযজ্ঞ ব্যাপার।
ভূষণ্ডির কাক
ভূষণ্ডির কাক (বিচক্ষণ ব্যক্তি): সব অধ্যাপকই ভূষণ্ডির কাক হতে পারে না।
কলির সন্ধ্যা
কলির সন্ধা (দুর্দিনের সূত্রপাত): সবে তো কলির সন্ধ্যে, অনেক দুঃখ এখনও বাকি আছে।
কুসুমাস্তীর্ণ
কুসুমাস্তীর্ণ = কুসুম + আস্তীর্ণ।
জ্যোতির্ময়
জ্যোতির্ময় = জ্যোতিঃ + ময়।
উন্নতি
উন্নতি = উৎ + নতি।
তন্বী
তন্বী = তনু + ঈ।
অদ্যপি
অদ্যপি - অদ্যাপি।
অশরিরী
অশরিরী - অশরীরী
স্বাপদশংকুল
সপদশংকুল - শ্বাপদসংকুল।
অনুদিত
অনুদিত - অনূদিত।
বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ কোনটি?
বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচী যুগ ৬৫০-১২০০ খ্রি.
রামায়ণ অনুবাদক প্রথম মহিলা কবি কে?
রামায়ণের অনুবাদক প্রথম মহিলা কবি চন্দ্রাবতী।
চণ্ডীমঙ্গল কাব্য কার রচনা?
চণ্ডীমঙ্গল কাব্য মুকুন্দরাম চক্রবর্তীর রচনা
আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে?
আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী।