অহরহ
অহরহ = অহঃ + অহ
নবান্ন
নবান্ন = নব + অন্ন
পরীক্ষা
পরীক্ষা = পরি + ঈক্ষা
গরুতে ঘাস খায়।
গরুতে ঘাস খায়। = কর্তৃকারকে ৭মী
তিলে তৈল হয়।
তিলে তৈল হয়। = অপাদানে ৭মী
তামার বিষ
তামার বিষ = অর্থের কুপ্রভাব
ইঁদুর কপালে
ইঁদুর কপালে = নিতান্ত মন্দ ভাগ্য
তুলসী বনের বাঘ
তুলসী বনের বাঘ = ভণ্ড
ঝাঁকের কৈ
ঝাকের কৈ = একই দলের লোক
ব্যাঙের আধুলি
ব্যাঙের আধুলি - বাগধারার অর্থ সামান্য সম্পদ।