সন্ধি বিচ্ছেদ করুনঃ
1.

ভক্তি

Created: 6 months ago | Updated: 1 day ago

ভক্তি = ভজ্ + তি

সন্ধি বিচ্ছেদ করুনঃ
2.

জনৈক

Created: 6 months ago | Updated: 1 week ago

জনৈক = জন + এক 

সন্ধি বিচ্ছেদ করুনঃ
3.

অপেক্ষা

Created: 6 months ago | Updated: 1 day ago

অপেক্ষা = অপ + ঈক্ষা

সন্ধি বিচ্ছেদ করুনঃ
4.

কথামৃত

Created: 6 months ago | Updated: 1 week ago

কথামৃত = কথা + অমৃত 

সন্ধি বিচ্ছেদ করুনঃ
5.

ষষ্ঠ

Created: 6 months ago | Updated: 1 week ago

ষষ্ঠ = ষষ্‌ + থ

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
6.

কলমে ভালো লেখা হয় না 

Created: 6 months ago | Updated: 1 week ago

কলমে ভালো লেখা হয় না = করণে সপ্তমী।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
7.

পাখি ডাকে

Created: 6 months ago | Updated: 3 days ago

পাখি ডাকে = কর্তৃকারকে শূন্য।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
8.

তিলে তৈল আছে 

Created: 6 months ago | Updated: 1 day ago

তিলে তৈল আছে = অপদানে সপ্তমী।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
9.

আকাশের ঐ মিটি মিটি তারার সাথে 

Created: 6 months ago | Updated: 22 hours ago

আকাশের ঐ মিটি মিটি তারার সাথে = অধিকরণে ষষ্ঠী।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
10.

ছেলেটি অঙ্কে কাঁচা।

Created: 6 months ago | Updated: 1 day ago

ছেলেটি অঙ্কে কাঁচা। = অধিকরণে সপ্তমী।

অমর একুশে বইমেলা

বছরের কোনো এক সময়ে একটি নির্দিষ্ট উপলক্ষে কোনো স্থানে বইয়ের স্টল সাজিয়ে কিছু দিনের জন্য বই প্রদর্শন এবং বিক্রয়ের ব্যবস্থা করা হলে তাকে বইমেলা বলা হয়। আমাদের দেশে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে বইমেলার আয়োজন করা হয়ে থাকে। এদের মধ্যে একুশের বইমেলা বিশেষভাবে উল্লেযোগ্য। বাংলা একাডেমি একুশে বইমেলার আয়োজন করে থাকে। সার্বিক নিয়ন্ত্রণে কাজ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ১৯৮৫ সাল থেকে এই মেলার প্রচলন হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতিকে বাঙালি জাতির মানসে চিরা জাগরুক করে রাখা এবং জনগণের মাঝে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টির উদ্দেশ্যই এই মেলার আয়োজন। বর্তমানে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে এই মেলার পরিধি বৃদ্ধি পেয়ে পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যানে বিস্তৃত হয়েছে। ফেব্রুয়ারি মাসজুড়ে অনুষ্ঠিত একুশের বইমেলা বাঙালির প্রাণের মেলায় পরিণত হয়েছে। সারা দেশ থেকে আসা লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে এই বইমেলা প্রাঙ্গণ। মেলার পরিচ্ছন্ন-সুন্দর, বর্ণোজ্জ্বল স্টলগুলো সাজানো থাকে। স্টলগুলোতে শোভা পায় নতুন পাতার গন্ধে মোড়ানো নতুন নতুন বই। একুশের বইমেলায় প্রতিদিন কোনো না কোনো বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। নতুন বই প্রকাশ উপলক্ষে প্রতিদিনই আয়োজন করা হয় বিভিন্ন সেমিনার, কবিতা পাঠের আসর, আলোচনা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলাজুড়ে বিরাজ করে এক উৎসবমুখর পরিবেশ। একুশের বইমেলায় মেলা চত্বরকে বিভিন্ন ভাষা শহিদ যেমন সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউরসহ বিভিন্ন খ্যাতনামা কবি-সাহিত্যিকদের নামে ভাগ করা হয়। এই মেলায় 'শিশু কর্নার নামে শিশুদের জন্য আলাদা জায়গা রাখা হয়। সেখানে শিশুদের উপযোগী ছড়া, গল্প ও শিশুতোষ বই রাখা হয়। ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি জুড়ে চলে উৎসবমুখর এই মিলনমেলা। সারাদেশ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর আগ্রহ নিয়ে বই কিনতে আসে এই মেলায়। মেলা শেষ হলেও দর্শক ও পাঠকের মন থেকে এ মেলার আমেজ সহজে কাটে না। তাই তারা অধীর আগ্রহে অপেক্ষা করে, কখন তাদের মাঝে এ সময়টি আবারও ফিরে আসবে।

Related Sub Categories