অনাচার
অনাচার = ন আচার (নঞ তৎপুরুষ সমাস)।
দেশান্তর
দেশান্তর = অন্য দেশ (নিত্য সমাস)।
মনমাঝি
মনমাঝি = মন রূপ মাঝি (রূপক কর্মধারয় সমাস)।
মৈৗচাক
মৌচাক = মৌ এর চাক (ষষ্ঠী তৎপুরুষ সমাস)।
সিংহাসন
সিংহাসন = সিংহ চিহ্নিত আসন (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)।
অল্প বয়স যাহার
অল্প বয়স যাহার = অল্প বয়স্ক ।
অসম সাহস যাহার
অসম সাহস যাহার = অসমসাহসী।
অকালে পাকিয়া গিয়াছে যাহা
অকালে পাকিয়া গিয়াছে যাহা = অকালপক্ব।
ইন্দ্র কে জয় করিয়াছে যে
ইন্দ্র কে জয় করিয়াছে যে = ইন্দ্রজিৎ।
একই গুরুর শিষ্য
একই গুরুর শিষ্য = সতীর্থ।
অঞ্জলী
অঞ্জলি।
অদ্যপি
অদ্যাপি।
অনুকুল
অনুকূল।
মুমূর্ষ
মুমূর্ষু।
মুহুর্ত
মুহূর্ত।
শতেক
= শত + এক
সদানন্দ
= সৎ + আনন্দ
কথামৃত
= কথা + অমৃত।
মহেশ
= মহা+ঈশ
হিমালয়
= হিম + আলয়
পাখি সব করে রব রাতি পোহাইল
কর্তৃকারকে শূন্য ।
শিশুগণ দেয় নিজ নিজ পাঠে
কর্মে সপ্তমী।
গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে
সম্প্রদানে সপ্তমী।
তিলে তৈল হয়
অপাদানে সপ্তমী।
সম্প্রদান সপ্তমী
অপাদানে সপ্তমী ।