তুলসী বনের বাঘ
তুলসী বনের বাঘ (ভল্ড) = লোকটা দেখতে ধার্মিক হলেও সে আসলে একটা তুলসী বনের বাঘ।
ইঁদুর কপালে
ইঁদুর কপালে (মন্দভাগ্য) = তোমার মত ইঁদুর কপালে লোক আমি দেখিনি।
কান পাতলা
কান পাতলা (যে সবার কথা বিশ্বাস করে) = কানপাতলা লোকেরা বেশি বিপদে পড়ে।
চোখের পর্দা
চোখের পর্দা (নির্লজ্জ) = লোকটা ঘুষ খোর, চোখের পর্দা নেই।
ফপর দালালি
ফপর দালালি (অতিরিক্ত চালবাজি) = সব জায়গায় ফপর দালালি করতে গেলে বিপদে পড়বে।
অতিক্রম করা যায় না যা
অতিক্রম করা যায় না যা = অনতিক্রম্য।
জেনেও যে পাপ করে
জেনেও যে পাপ করে = জ্ঞানপাপী।
যে গাছের বিস্তর ছায়া হয়
যে গাছের বিস্তর ছায়া হয় = ছায়াতরু।
ভোজন করতে যে চায়
ভোজন করতে যে চায় = বুভুক্ষু ।
ভোজন করতে যে চায় = বুভুক্ষু ।
যিনি শক্রকে বধ করেছেন
যিনি শত্রুকে বধ করেছেন = শত্রুঘ্ন।
যিনি শত্রুকে বধ করেছেন = শত্রুঘ্ন।
কথামৃত
কথামৃত = কথা + অমৃত
অপেক্ষা
অপেক্ষা = অপ + ঈক্ষা
উন্নতি
উন্নতি = উৎ + নতি।
সন্ধান
সন্ধান = সম্ + ধান।
ষড়যন্ত্র
ষড়যন্ত্র = ষট্ + যন্ত্র।
সব মাছগুলোর দাম কত?
মাছগুলোর দাম কত?
দৈনতা প্রশংসনীয় নয়।
দীনতা প্রশংসনীয় নয়।
আবশ্যক ব্যয়ে কার্পন্যতা করা উচিত নয়।
আবশ্যকীয় ব্যয়ে কার্পন্য অনুচিত।
বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
অনাবশ্যকীয় ব্যাপারে কৌতুহল ভাল নয়।
অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভাল নয়।
‘‘সৃজনশীল পদ্ধতিতে শিক্ষা”
বাংলাদেশে ২০০৮ সাল থেকে সৃজনশীল পদ্ধতির শিক্ষা আরম্ভ হয়। সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা যাচাই করা হয়ে থাকে। শিক্ষার্থীরা পাঠ্য বই এর বিষয়বস্তু কতটা বুঝতে পারছে তা যাচাই করা হয়। সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হবে সে সম্পর্কে শিক্ষার্থীদের কোন পূর্ব ধারণা থাকেনা। নির্দিষ্ট সিলেবাস থেকে তাদের প্রশ্ন করা হয় এবং শিক্ষার্থীদেরকে নিজেদের মত করে উত্তর দিতে হয়। এ পদ্ধতিতে শিক্ষার্থীদেরকে কোন প্রশ্নের উত্তর হুবহু মুখস্ত করতে হয় না। সিলেবাসের বিষয় বুঝে ও উপলব্ধি করে শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান ভবিষ্যতে কাজে লাগাতে পারে। সৃজনশীল পদ্ধতির প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা সহজে দিতে পারে বলে অকৃতকার্যের হার কমবে। আর একই প্রশ্নের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা নেই বলে নকল ও অসদ উপায় গ্রহণেরও পদ্ধতি নেই ।