SDG শব্দের পূর্ণরূপ লিখুন।
SDG শব্দের পূর্ণরূপ Sustainable Development Goal.
‘বিশ্ব পরিবেশ দিবস’ কবে পালিত হয়?
‘‘বিশ্ব পরিবেশ দিবস‘’ পালিত হয় ৫ জুন।
বাংলাদেশে সশস্ত্র বাহিনীর সুপ্রিম কামন্ডার কে?
বাংলাদেশে সশস্ত্র বাহিনীর সুপ্রিম কামন্ডার রাষ্ট্রপতি।
তামাবিল কোন জেলায় অবস্থিত?
তামাবিল সিলেট জেলায় অবস্থিত।
নারকেল জিঞ্জিরা কি?
নারকেল জিঞ্জিরা একটি দ্বীপ। এটি সেন্টমার্টিনের অপর নাম।
‘অপরাজেয় বাংলা’ ভাস্কর কে?
‘অপরাজেয় বাংলা’ এর ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র মন্ত্রীর নাম কি?
মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র মন্ত্রীর নাম এ. এইচ এম কামারুজ্জামান।
‘অপারেশন সার্চ লাইট’ কবে চালানো হয়?
‘অপারেশন সার্চ লাইট’ ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে পরিচালানো করা হয়।
বিভাগের প্রধানকে কি বলা হয়?
বিভাগের প্রধানকে বলা হয় বিভাগীয় কমিশনার।
বঙ্গভঙ্গ করেন কে?
বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন (১৯০৫ সালে)।
বাংলাদেশে একমাত্র মহিলা কারাগার কোথায় অবস্থিত?
বাংলাদেশে একমাত্র মহিলা কারাগার গাজীপুর জেলার কাশিমপুরে অবস্থিত। (বর্তমানে বাংলাদেশে ১৩টি কারাগার ও ৫৫টি জেলা কারাগারসহ মোট ৬৮টি কারাগার রয়েছে। তন্মধ্যে ১টি মহিলা কারাগারও রয়েছে যা গাজীপুর জেলার কাশিমপুরে অবস্থিত।
UNCHR শব্দের পূর্ণরূপ লিখুন।
UNCHR শব্দের পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees.
ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি?
ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম সিসমোমিটার/সিসমোগ্রাফ।
কোন দেশকে ‘‘নিশীথ সূর্যের দেশ” বলা হয়?
নরওয়েকে ‘‘নিশীথ সূর্যের দেশ” বলা হয়।
‘‘সেভেন সিস্টার্স’’কোন দেশে অবস্থিত?
ভারতে ‘‘সেভেন সিস্টার্স’’ অবস্থিত।