অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় || সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (02-08-2019) || 2019

All

সন্ধি বিচ্ছেদ করুনঃ
1.

উচ্চারণ

Created: 8 months ago | Updated: 6 days ago

উচ্চারণ = উৎ + চারণ

সন্ধি বিচ্ছেদ করুনঃ
2.

অন্তর্ভুক্ত

Created: 8 months ago | Updated: 1 day ago

অন্তর্ভুক্ত = অন্তঃ + ভুক্ত

সন্ধি বিচ্ছেদ করুনঃ
3.

অন্বেষণ

Created: 8 months ago | Updated: 18 hours ago

অন্বেষণ = অনু + এষণ

সন্ধি বিচ্ছেদ করুনঃ
4.

যাবজ্জীবন

Created: 8 months ago | Updated: 1 day ago

যাবজ্জীবন = যাবৎ + জীবন

সন্ধি বিচ্ছেদ করুনঃ
5.

সপ্তর্ষি

Created: 8 months ago | Updated: 1 day ago

সপ্তর্ষি = সপ্ত + ঋষি।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
6.

অল্পভাষী

Created: 8 months ago | Updated: 19 hours ago

অল্পভাষী = অল্প কথা বলে যে (উপপদ তৎপুরুষ সমাস)।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
7.

নীলপদ্ম

Created: 8 months ago | Updated: 2 days ago

নীলপদ্ম = নীল যে পদ্ম (সাধারণ কর্মধারয় সমাস)।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
8.

অপরাহ্ন

Created: 8 months ago | Updated: 18 hours ago

অপরাহ্ন = অহ্নের অপর (শেষভাগ) - (তৎপুরুষ সমাস)।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
9.

তেপান্তর

Created: 8 months ago | Updated: 1 day ago

তেপান্তর = তিন প্রান্তের সমাহার (দ্বিগু সমাস)।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
10.

প্রিয়ংবদা 

Created: 8 months ago | Updated: 10 hours ago

প্রিয়ংবদা = প্রিয় কথা বলে যে নারী (উপপদ তৎপুরুষ সমাস)।

বিপরীত শব্দ লিখুন :
11.

সার্থক

Created: 8 months ago | Updated: 1 day ago

সার্থক = ব্যর্থ

বিপরীত শব্দ লিখুন :
12.

প্রবৃত্তি

Created: 8 months ago | Updated: 2 days ago

প্রবৃত্তি = নিবৃত্তি 

বিপরীত শব্দ লিখুন :
13.

উৎকর্ষ

Created: 8 months ago | Updated: 1 day ago

উৎকর্ষ = অপকর্ষ

বিপরীত শব্দ লিখুন :
14.

ঔদার্য

Created: 8 months ago | Updated: 1 day ago

ঔদার্য = কার্পণ্য

বিপরীত শব্দ লিখুন :
15.

আসক্ত

Created: 8 months ago | Updated: 1 day ago

আসক্ত = বিরক্ত

বাগধারা অর্থসহ বাক্য রচনা করুন:
16.

ব্যাঙের আধুলি

Created: 8 months ago | Updated: 6 days ago

ব্যাঙের আধুলি (সামান্য সম্পদ): এই সামান্য কটা টাকা ব্যাঙের আধুলি আর কি

বাগধারা অর্থসহ বাক্য রচনা করুন:
17.

আট কপালে

Created: 8 months ago | Updated: 1 day ago

আটকপালে (হতভাগ্য): আমার মতো আটকপালের ভাগ্যে কি ওই চাকরি জুটবে?

বাগধারা অর্থসহ বাক্য রচনা করুন:
18.

অরণ্যে রোদন

Created: 8 months ago | Updated: 1 day ago

অরণ্যে রোদন (নিষ্ফল আবেদন): মামুনের নিকট চাঁদা চাওয়া অরণ্যে রোদন মাত্র ।

বাগধারা অর্থসহ বাক্য রচনা করুন:
19.

পায়াভারী

Created: 8 months ago | Updated: 12 hours ago

পায়াভারী (অহংকার): ভালো চাকরি পেয়ে ওর খুব পায়াভারী হয়েছে।

বাগধারা অর্থসহ বাক্য রচনা করুন:
20.

বালির বাঁধ

Created: 8 months ago | Updated: 1 day ago

বালির বাঁধ (ক্ষণস্থায়ী): বড়লোকের দয়ার উপর ভরসা করা যায় না- সে তো বালির বাঁধ।

মাথা (প্রধান) = করিম সাহেব গ্রামের মাথা 
মাথা (মেধা) = রহিমার অঙ্কে মাথা ভালো ।৷
মাথায় আসা (বোধগম্য হওয়া) = অঙ্কটি আমার মাথায় আসছে না। 
মাথা কাটা যাওয়া (লজ্জা পাওয়া) = লজ্জায় আমার মাথা কাটা গেল ।
মাথা খাওয়া (নষ্ট করা ) = আদর করে ছেলের মাথা খেয়েছো

সম্প্রতি কখনও গরম ও কখনও বৃষ্টির কারণে পরিবেশ এক অস্বস্থিকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এরই সাথে যুক্ত হয়েছে বেশ কয়েকটি অনুষঙ্গ। মশার উপদ্রব তার মধ্যে একটি। বসত-বাড়ির চারপাশে মশার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। নগর ও শহর জীবন হয়ে উঠেছে অসহ্য। দিন ও রাতে মশার কামড়ে শিবালয়বাসী অতিষ্ঠ। বিষয়টি এরকম যেন দিনেও মশারী টানিয়ে থাকতে হচ্ছে। ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ নানাবিধ ভাইরাস জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষজন। জন জীবন হয়ে উঠেছে অতিষ্ঠ। এ পর্যন্ত খোঁজ নিয়ে জানা গেছে মশার কামড়ে আক্রান্ত হয়ে ডেঙ্গু জ্বর ও চিকুনগুনিয়ায় ভুগে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া এখন প্রায় মহামারী রূপ ধারণ করেছে। অতএব, এটা এখনই বন্ধ করতে না পারলে তা আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে স্থানীয় লোকজন বিশ্বাস করে। এ লক্ষ্যে কতিপয় বিষয় নিয়ে আমাদের ভাবতে হবেঃ

ক. ডোবা-নালা, ঝোঁপ-ঝাড়ে বদ্ধ পানি বের করার ব্যবস্থা নিতে হবে। 
খ. বাড়ির মেঝে পরিস্কার রাখতে হবে।
গ. বসত বাড়ির আশ পাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 
ঘ, মশারি টানিয়ে ঘুমাতে হবে এবং মশা নিরোধক Chemical ব্যবহার করতে হবে।
ঙ. ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্তদের আলাদা রাখার ব্যবস্থা করতে হবে। 
চ. স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

Related Sub Categories