নদীভাঙন একটি প্রাকৃতিক দুর্যোগ। নদীর পানির স্রোতে নদীর পাড় ভাঙার প্রক্রিয়াকে নদী ভাঙন বলে। সাধারণত নদী তার পানির গতিপথে কোনো বাধা পেলে তাতে তীব্র আঘাত করে। নদী গতিপথ বদলাবার সময় যেদিকে গতি বদলায় সেদিকের পাড় বারবার তীব্র গতিতে আঘাত করতে থাকে। এর ফলেই নদীভাঙনের শুরু হয়। আর নদীর পানি দূষণ বাংলাদেশে একটি প্রকট আকার ধারণ করেছে। কৃষি ও শিল্পকারখানার বর্জ্যজনিত দূষণ, ট্যানারি ও কাগজের মন্ডের রাসায়নিক দূষণ, টেক্সটাইলের রংজনিত দূষণের মাধ্যমে নদীর পানি প্রতিনিয়ত দূষিত হচ্ছে। শুষ্ক মৌসুমে কয়েক মাস সারা দেশের নদীর পানি এতটাই দূষিত হয়ে পড়ে যে তখন এ পানিতে মাছ ও অন্যান্য প্রাণির জীবন ধারণ কঠিন হয়ে পড়ে। এই দূষিত পানির মাছ মানব স্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ। এই পানি কৃষিকাজে ব্যবহার করাও বিপদজনক ।
দ্রুত শিল্পায়নের অনুষঙ্গ হিসেবে দেশের বিভিন্ন স্থানের নদ নদীগুলো মারাত্মক দূষণের শিকার হচ্ছে। এজন্য শিল্প কারখানার কারণে প্রাকৃতিক পরিবেশের ভারসম্য যাতে বিনষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
অমৃত
অমৃত = গরল (বিষ)
মসৃণ
মসৃণ = অমসৃণ (খসখসে)
শীতল
শীতল = উষ্ণ (গরম)
অগ্র
অগ্র = পশ্চাৎ
প্রাচীন
প্রাচীন = অর্বাচীন (নতুন)।
উপস্থিত বৃদ্ধি আছে যার।
উপস্থিত বুদ্ধি আছে যার = প্রত্যুৎপন্নমতি ৷
নৌকা চলাচলের যোগ্য
নৌকা চলাচলের যোগ্য = নাব্য ।
বাক হারা হয়েছে যিনি
বাক হারা হয়েছে যিনি = হতবাক ।
অন্য ভাষায় রূপান্তর
অন্য ভাষায় রূপান্তর = অনূদিত ।
যাহা দেখা যায়
যাহা দেখা যায় = চক্ষুগোচর
অরণ্যরোদন
অরণ্যরোদন (নিষ্ফল আবেদন): কৃপণের নিকট চাঁদা চাওয়া অরণ্যে রোদন মাত্র ।
একাদশে বৃহস্পতি
একাদশে বৃহস্পতি (মহাসৌভাগ্য): এখন তার একাদশে বৃহস্পতি, ধুলোমুঠোও সোনামুঠো হচ্ছে।
ভূষন্ডির কাক
ভূষণ্ডির কাক (দীর্ঘজীবী; বহুদর্শী): সব অধ্যাপকই ভূষণ্ডির কাক হতে পারে না ।
Note: কিন্তু 'কাক ভূষণ্ডি' অর্থ সম্পূর্ণ ভেজা।
দুধের মাছি
দুধের মাছি (সুসময়ের বন্ধু): সুদিনে দুধের মাছির অভাব হয় না, কিন্তু দুর্দিনে একজনও মিলে না।
লেফাফা
লেফাফা দুরস্ত (বাইরে পরিপাটি): ভেতরে যাই থাকুক না কেন, সে আচরণে বেশ লেফাফা দুরস্ত ।