নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায়। অনুভূতির কার দিয়ে যে গান শুনতে হবে। তাহলে বুঝতে পারা যাবে। জীবনের মানে বৃদ্ধি । তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির ওপর তাদের নিজেদের কোনোহাত নেই। মানুষেরর বৃদ্ধির ওপরে তার নিজের তার রয়েছে। আর এখানেই মানুষের মর্যাদা । মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও।