দেশের লোককে দোষ দেইনি। সত্য কথাও খামকা শুনলে রাগ হতে পারে। অনুমনস্ক মানুষ যখন গর্তের মধ্যে যাচ্ছে তখন হঠাত তাকে টেনে ধরলে সে মারতে আসে। যেই, সময় পেলে দেখতে পায় সামনে গর্ত আছে, তখন রাগ কেটে যায়। আজ সময় এসেছে , গর্ত চোখে পড়েছে, আজ আর সাবধান অরার প্রয়োজন নাই।