নদীমাতৃক দেশে নদী যদি একেবারে শুকিয়ে যায় তাহলে তার মাটিতে ঘটে কৃপণতা, তার অন্ন উপাদনের শক্তি ক্ষীণ হয়। দেশের আপন জীবিকা যদিওবা কোনাে মতে চলে, কিন্তু সে অন্ন প্রাচুর্যের দ্বারা বাইরের বৃহৎ জগতের সঙ্গে তার যােগ সেটা যায় দরিদ্র হয়ে। যেমন বিশেষ দেশ নদীমাতৃক, তেমনি বিশেষ জনচিত্ত আছে যাকে নদীমাতৃক বলা চলে। সে চিত্তের এ মন নিত্যপ্রবাহিত মননধারা যার যােগে বাহিরকে সে আপনার মধ্যে টেনে আনে, নিজের মধ্যকার ভেদ-বিভেদ তার ভেসে যায়- যে প্রবাহ চিন্তার ক্ষেত্রকে নৰ-নৰ সফলতায় পরিপূর্ণ করে, নিরন্তন অন্ন জোগায় সকল দেশকে, সকল কালকে।