চরিত্র শুধু মানব জীবনের অলঙ্কার নহে, ইহা আবার একটি অমূল্য সম্পত্তিও। আমাদের পার্থিব ধনসম্পত্তির মূল্য নির্ধারণ করা যায়; কিন্তু চরিত্রের কোন মূল্য নির্ধারণ করা যায় না। চরিত্রবান লােক নির্ধন হইলেও ধনীর ন্যায় সম্মান লাভ করিয়া থাকেন। চরিত্রবলে মানুষ উপরে আধিপত্য স্থাপন করে। ধনী ধন লইয়া সকল সময় শান্তিলাভ করিতে পারে না, কিন্ত চরিত্রধনে ধনী ব্যক্তি সততই চিত্তের শান্তিলাভ করিতে পারেন। চরিত্র মানুষের মনুষ্য উপাদান। সুতরাং চরিত্রই মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ-একমাত্র কাম্যবস্তু।