আমাদের জীবনে আমরা অনেক জিনিসকেই কঠিন এবং অসম্ভব মনে করে পরিত্যাগ করি। কখনাে কখনাে আমরা কিছুটা সাহস প্রদর্শন করে কোন কাজ শুরু করি। কিন্তু সামান্যতম অসুবিধা আমাদের স্নায়ু দৌর্বল্য এনে দেয় এবং আমরা সে অবস্থাতেই তা পরিত্যাগ করি। মহাপুরুষদের জীবনী আমাদেরকে এই শিক্ষাই দেয় যে, পৃথিবীতে অসম্ভব বলতে কোনাে কিছুই নেই। নেপােলিয়ন এমন কথাও বলেছেন যে, অসম্ভব শব্দটি তাঁর অভিধানে নেই। এটা সত্য যে, এমনকি যে কাজকে আপাতভাবে অসম্ভব বলে মনে হচ্ছে তা দৃঢ় ও আন্তরিক প্রত্যয় দ্বারা সম্পন্ন করা যায়।