Translate into English

আমাদের জীবনে আমরা অনেক জিনিসকেই কঠিন এবং অসম্ভব মনে করে পরিত্যাগ করি। কখনাে কখনাে আমরা কিছুটা সাহস প্রদর্শন করে কোন কাজ শুরু করি। কিন্তু সামান্যতম অসুবিধা আমাদের স্নায়ু দৌর্বল্য এনে দেয় এবং আমরা সে অবস্থাতেই তা পরিত্যাগ করি। মহাপুরুষদের জীবনী আমাদেরকে এই শিক্ষাই দেয় যে, পৃথিবীতে অসম্ভব বলতে কোনাে কিছুই নেই। নেপােলিয়ন এমন কথাও বলেছেন যে, অসম্ভব শব্দটি তাঁর অভিধানে নেই। এটা সত্য যে, এমনকি যে কাজকে আপাতভাবে অসম্ভব বলে মনে হচ্ছে তা দৃঢ় ও আন্তরিক প্রত্যয় দ্বারা সম্পন্ন করা যায়।

Created: 3 months ago | Updated: 3 months ago

Related Questions

Translate into English:

দূষণের যে রূপটি থেকে আমরা নগরবাসীরা কেউ মুক্ত নই তা হচ্ছে বায়ুদূষণ ও শব্দ দূষণ। দূষিত বায়ু সেবন অনেক বেশি সংখ্যক রােগব্যাধির জন্য দায়ী। যানবাহনজনিত পরিবেশ দূষণের সঙ্গে ওতপ্রােতভাবে জড়িয়ে আছে শব্দ দূষণের বিষয়টি। এটি শিশুদের শারীরিক ও মানসিক গঠন বাধাগ্রস্ত করে, কমিয়ে দেয় শ্রবণশক্তি। এর পরােক্ষ প্রভাবে তাদের মস্তিষ্কের ভারসাম্য রক্ষার স্থায়ী ক্ষতি হয়। প্রাপ্তবয়স্ক নাগরিকের অন্দ্রিা, বিরক্তি, দুশ্চিন্তা ও হৃদরােগের পিছনে রয়েছে শব্দ দূষণের প্রত্যক্ষ প্রভাব। বিপুল জনগােষ্ঠীর সচেতনতা এবং সরকারি উদ্যোগ ও সুধু তদারকি থাকলে আমাদের আশাবাদী হতে দোষ নেই।

Created: 3 months ago | Updated: 2 months ago