শূন্যস্থান পূরণ করঃ

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। ও মা (ক) ---- তোর আমের বনে (খ) ---- পাগল করে মরি হয়ে, হায় রে- ও মা (গ) --- তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Related Questions