একটি মালবাহী ট্রেনের কিছু অংশ সংযোগের ত্রুটির কারণে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেল। ট্রেনের বেগ 54kmh - এবং বিচ্ছিন্ন অংশের ভর 6 x 102 kg. যদি বিচ্ছিন্ন অংশটি ২ মিনিট বাদে স্থিরাবস্থায় আসে, তাহলে (১৪) নিউটনে বর্ষণজনিত বলের মান কত? (১৫) এই সময়ে অংশটি কতটুকু পথ অতিক্রম করবে?