Translate the following paragraph into English:

করোনার ধাক্কা কাটিয়ে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের প্রচলিত বাজারগুলো মধ্যে অপ্রচলিত এবং নতুন বাজারেও ভালো করছেন দেশের পোশক রপ্তানিকরকেরা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যানুযায়ী, চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম আট মাস জুলাই-ফেব্রুয়ারিতে নতুন বাজারসমূহে ৪২১ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের উদ্যেক্তরা, যা দেশীয় মুদ্রায় ৩৬ হাজার ২৯০ কোটি টাকার মতো। এই আর আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৮১ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম আট মাসে নতুন বাজারে ৩৪০ কোটি ডলারের তৈরি পোশক রপ্তানি হয়েছিল।

Created: 4 weeks ago | Updated: 1 week ago

Related Questions

Translate the following paragraph into English:

বাংলাদেশে পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) নামে অর্থনীতির গতিশীলতা নির্ণয়ে নতুন একটি সূচক চালু হতে যাচ্ছে। এ সূচকের মাধ্যমে বোঝা যাবে, দেশের অর্থনীতি কতটা গতিশীল আছে। ফলে এ সূচকের অবস্থা দেখে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। কৃষি, নির্মাণ, উৎপাদন ও পরিষেবা এই চার খাতের ৫০০টির বেশি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহীদের মতামতের ভিত্তিতে পিএমআই সূচক প্রকাশ করা হবে। পিএমআই সূচকটি শূন্য থেকে ১০০ নম্বরের মধ্যে পরিমাপ করা হবে। আগের মাসের তুলনায় স্কোর ৫০- এর বেশি হলে অর্থনীতির সম্প্রসারণ এবং স্কোর ৫০-এর নিচে হলে সংকোচন বোঝাবে। আর স্কোর ৫০ থাকলে বুঝতে হবে সংশ্লিষ্ট খাতে ওই মাসে কোনো পরিবর্তন হয়নি।

Created: 1 month ago | Updated: 1 week ago