করোনার ধাক্কা কাটিয়ে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের প্রচলিত বাজারগুলো মধ্যে অপ্রচলিত এবং নতুন বাজারেও ভালো করছেন দেশের পোশক রপ্তানিকরকেরা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যানুযায়ী, চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম আট মাস জুলাই-ফেব্রুয়ারিতে নতুন বাজারসমূহে ৪২১ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের উদ্যেক্তরা, যা দেশীয় মুদ্রায় ৩৬ হাজার ২৯০ কোটি টাকার মতো। এই আর আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৮১ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম আট মাসে নতুন বাজারে ৩৪০ কোটি ডলারের তৈরি পোশক রপ্তানি হয়েছিল।